খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৬ কার্তিক ১৪৩২

শিশুকে বাঁচাতে গিয়ে উল্টে গেল ভ্যান, নারী যাত্রী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি |
১২:৩৫ এ.এম | ২২ অক্টোবর ২০২৫


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কুলতলা গ্রামে ভ্যান উল্টে সামেনা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুলতলা মসজিদের সামনে পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামেনা খাতুন একই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। দুই মাস আগেই মারা গেছেন তার স্বামী আব্দুর রহমান। স্বামীর পর এত দ্রুত স্ত্রীকেও হারিয়ে পরিবার ও এলাকাবাসী শোকাহত।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে সামেনা খাতুনসহ তিনজন নারী ভ্যানে চেপে কুলতলা গ্রাম থেকে আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে রওনা হন। ভ্যানটি কুলতলা মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ একটি শিশু ভ্যানের সামনে চলে আসে। শিশুটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুহূর্তেই ভ্যানটি উল্টে যায়। এতে সামেনাসহ সবাই রাস্তায় পড়ে মারাত্মকভাবে আহত হন।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সামেনা খাতুন মাথায় আঘাত পেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুই মাস আগে স্বামীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সামেনা। তার এমন অকাল মৃত্যু সবাইকে স্তব্ধ করে দিয়েছে।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক মামুন হোসেন বিশ্বাস বলেন, শিশুকে বাঁচাতে চলন্ত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই।
 

্রিন্ট

আরও সংবদ