খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৬ কার্তিক ১৪৩২

দু’টি ফিলিং স্টেশন ও হাসপাতালে অভিযান

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৩৬ এ.এম | ২২ অক্টোবর ২০২৫


সাতক্ষীরার কালিগঞ্জে হযরত আলী ডিজিটাল ল্যাব এ্যান্ড হাসপাতাল, স্টার ফিলিং স্টেশন এবং মেসার্স কালিগঞ্জ ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মন্ডল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে উত্তর কালিগঞ্জে শহীদ সামাদ স্মৃতি ময়দান সংলগ্ন দশ শয্যার হজরত আলী ডিজিটাল ল্যাব এ্যান্ড হাসপাতালে সরকারি বিধি অনুযায়ী চিকিৎসক ও নার্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে যান উপজেল নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবীর। এ সময় একজন চিকিৎসক ও একজন আয়া দিয়ে হাসপাতাল পরিচালনাসহ তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ম্যানেজার সিরাজুল ইসলামকে ১ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মন্ডল স্টার ফিলিং স্টেশন ও মেসার্স কালিগঞ্জ ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন। ওই দু’টি ফিলিং স্টেশনে তেল পরিমাপের যন্ত্রে বাংলাদেশ মান ও পরিমাপ অধিদপ্তর অনুমোদিত স্টীকার না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ৫০ ধারায় ফিলিং স্টেশন দু’টিকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই এর সাতক্ষীরা জেলা পরিদর্শক আলী হাসান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ