খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

৮টি স্বর্ণসহ ৪৮টি পদক অর্জন

খুলনা ফাউটার কারাতে ক্লাবের অবিস্মরণীয় সাফল্য

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৪ এ.এম | ২২ অক্টোবর ২০২৫


প্রতিষ্ঠাকালের পর থেকে একের পর এক সাফল্য আসছে খুলনা ফাইটার কারাতে ক্লাব থেকে। প্রতি বছরই রয়েছে কোনো না কোনো পদক। এরই মধ্যে গত ১০ অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে “ষষ্ঠ ইন্টারন্যাশনাল ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৫। সেখান থেকে বাংলাদেশ ফাইটার ক্লাব খুলনা অংশগ্রহণ করে ৮টি স্বর্ণ, ১৭টি সিলভার ও ২৩টি তাম্র পদক অর্জন করেছে। 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় স্বর্ণ পদক প্রাপ্তরা হলেন- সিয়াম, সামিন, সাজিম, ফারহান, রাফি, মাতিন, রিমি ও তানিয়া। সিলভার পদক প্রাপ্তরা হলেন- ওয়ালিদ, আহনাফ, শেখর, জিতু, মুগ্ধ, নাজিফা, মারজিয়া, এন্জেল, ফারিয়া, জেনান, ইরা, সুপ্তি, জারা, অথৈ, মাতিন আহসান, রেজোয়ান ও তাবাছ্ছুম। তাম্র পদক প্রাপ্তরা হলেন- তাসফিয়া তাহিয়া, রোজা, মারসা, মাহি, সৌরভ, অঙ্কুশ, জিতু, আরোস, রাহিল, মেহরাজ, অওরা, মরিয়ম, ফারজুন, ইসরাত জাহান, রারোই, জ্যোতির্ময়ী, ফিরোজা, রইফু, জয়, মেহেদী হাসান, তাসনিম বিনতে শরিফ, জাহিদ হাসান। বছরের পর বছর ধরে এসব কারাতে খেলোয়াড়দের খুলনা জেলা স্টেডিয়ামে কারাতে প্রশিক্ষণ দিচ্ছেন মোঃ রফিকুল ইসলাম। খেলোয়াড়দের এমন সাফল্যে খুশি তিনি। 
বাংলাদেশ সোতোকান কারাতে এসোসিয়েশনের খুলনা বিভাগীয় চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক কার্যনির্বাহী সদস্য কোচ সিহান মোহাম্মদ আলী বলেন, ৮০’র দশক থেকে খুলনায় কারাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সে সময় থেকেই আমাদের অর্জন শুরু। তবে এবারে রেফারি ভাল না হওয়ায় আমরা কিছুটা হতাশ হয়েছি। তা না হলে আরো পদক আমরা আনতে পারতাম। এসব পদক খেলোয়াড়দের পরিশ্রমের ফল। বিভাগের প্রতিটি জেলায় আমার নেতৃত্বে কারাতে নিয়ে কাজ করা হচ্ছে। আশা করছি আগামীতে আরো ভাল অর্জন আসবে আমাদের খেলোয়াড়দের কাছ থেকে। 

্রিন্ট

আরও সংবদ