খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

ফুলতলায় দিন দুপুরে গৃহবধূকে গলা কেটে হত্যা : ঘাতক যুবক আটক

ফুলতলা প্রতিনিধি |
০২:০১ এ.এম | ২২ অক্টোবর ২০২৫


ফুলতলায় দিন দুপুরে ঘরে ঢুকে গলা কেটে আছিয়া খাতুন ওরফে চুমকি (৩০) নামে এক গৃহবধূকে হত্যা করেছে পরকিয়া প্রেমিক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১টায় দামোদর জমাদ্দারপাড়ায় তার স্বামীর বাড়িতে। চুমকি দামোদর গ্রামের মোঃ শহিদ মোড়লের স্ত্রী। পুলিশ হত্যাকারী হোসেনকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নড়াইল জেলার উজিরপুর গ্রামের মৃত মোঃ রেজা কাজীর পুত্র মোঃ হোসেন কাজী (৩০) চুমকির সাথে পূর্ব পরিচিত থাকায় স্বামীর বাড়িতে অবাধে যাতায়াত করতো। কিন্তু বিষয়টি বাড়ির লোকজন ভালো চোখে নেয়নি। পরবর্তীতে কয়েকদিন আগে চুমকীর স্বামীর বাড়িতে হোসেন কাজী আসলে পরিবারের লোকজন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এরই জের ধরে হোসেন কাজী চুমকীকে হত্যার উদ্দেশ্যে গত সোমবার রাতে গোপনে ওই বাড়ির ছাদের একটি পানির ট্যাংকির মধ্যে লুকিয়ে থাকে। মঙ্গলবার সকালে চুমকীর স্বামী মোবাইল ফোনে লোড দিতে গেলে সুযোগ বুঝে হোসেন কাজী ঘরে ঢুকে ছুরি দিয়ে চুমকীকে গলা কেটে হত্যা করে। ঘটনার পর স্বজনরা চুমকিকে উদ্ধার করে ফুলতলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ওই বাড়িতে তল্লাশী করলে পানির ট্যাঙ্কির মুখ খোলা দেখতে পায়। এ সময় হোসেনকে ওই ট্যাঙ্কির মধ্য থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে গৃহবধূর স্বামী সহিদুল মোড়ল বাদী হয়ে ফুলতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় বিকেলে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

্রিন্ট

আরও সংবদ