খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৬ কার্তিক ১৪৩২

নগরীতে শ্রীশ্রী শ্যামা পূজা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক |
০২:০২ এ.এম | ২২ অক্টোবর ২০২৫


নগরীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ২ দিনব্যাপী শ্যামা পূজা। গতকাল মঙ্গলবার পূর্জা-অর্চনা ও আরতি শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয় এ অনুষ্ঠান। 
গত সোমবার শ্রীশ্রী শ্যামা পূজা উপলক্ষে নগরীর রূপসা মহাশ্মশান ও শ্মশানকালী মন্দিরে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সন্ধ্যা ৭টায় চিতায় মাল্যদান, মোমবাতি প্রজ্বলন, রাত ৮টায় মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা। রাত ৯টায় মায়ের পূজা ও পূজা শেষে ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদ বিতরণ করেন। সোমবার সন্ধ্যা থেকে রূপসা মহাশ্মশান ও শ্মশানকারী মন্দিরে ভক্তবৃন্দের প্রচুর সমাগম ঘটে। মৃত পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় ভক্তবৃন্দ চিতায় উপর বিভিন্ন প্রকার মিষ্টি, আগরবাতি ও মোমবাতি প্রজ্বলন করে মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ে শ্রীশ্রী শ্যামা পূজা উদযাপন করা হয়েছে। সোমবার সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আয়োজনে এবং বিশ্ববিদ্যালয় মন্দির কমিটির সার্বিক সহযোগিতায় এ পূজা উদযাপন করা হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে প্রতিমা আনয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। 
দোলখোলা শীতলাবাড়ি মন্দির, মেছের মাঠে স্নানফ্লাওয়ার সার্বজনীন পূজা কমিটি, সবুজ সংঘ, অগ্রণী বয়েজ ক্লাব, মিত্র সংঘ, এবং যে সকল দুর্গা পূজা হয়েছে সেই সব মন্দির শ্যামা পূজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হয় এ অনুষ্ঠান। 
উল্লেখ, গতকাল মঙ্গলবার থাকায় অনেক মন্দিরে প্রতিমা বিসর্জন থেকে বিরত থাকে। তবে তারা তাদের সুবিধামতো সময়ে প্রতিমা বিসর্জন দিবেন। 
 

্রিন্ট

আরও সংবদ