খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

বটিয়াঘাটা বিএনপি’র সদস্য সংগ্রহ উদ্বোধনীতে মন্টু

দলে যেন দাগী অপরাধী, সমাজে বিতর্কিত ব্যক্তির অনুপ্রবেশ না ঘটে সতর্ক থাকতে আহবান

খবর বিজ্ঞপ্তি |
০২:০৫ এ.এম | ২২ অক্টোবর ২০২৫


জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভ‚মিকা রেখেছেন এমন নেতা-কর্মীদের আগে মূল্যায়ন করতে হবে। দলের মধ্যে যেন দাগী অপরাধী, সমাজে বিতর্কিত ব্যক্তির অনুপ্রবেশ না ঘটে সেদিকে কঠোর সতর্ক দৃষ্টি রাখতে হবে। তৃণমূলের ত্যাগী-পরীক্ষিত নেতা-কর্মীরাই বিএনপি’র প্রাণ। সকলকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে জনগণের প্লাটফরম হিসেবে গড়ে তুলে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার গঠন করতে হবে। 
গতকাল মঙ্গলবার বিকেলে বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, ইউনিয়ন বা ওয়ার্ডে কে সদস্য নবায়ন ফরম নিচ্ছেন, তা লেখা থাকবে। যাকে ইচ্ছা তাকে ফরম দেবেন, তা হবে না। ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিকে ফরম দেবেন। কিন্তু বিএনপি’র লোক হতে হবে। নতুন সদস্য এবং সদস্য নবায়ন, এটি সঠিক ভাবে করবেন। এতে দল সঠিক ভাবে চলবে। এটি সঠিকভাবে করবেন না, আপনার দলও সঠিক ভাবে চলবে না। তখন সুযোগ সন্ধানীরা তাঁদের সুযোগ নেবেন। এই কাজটা দয়া করে করতে দেবেন না।’
তিনি আরও বলেন, কোনো দল করেন না, ভালো বলে সুপারিশ আছে, স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক, সমাজে বা পাড়ার প্রভাবশালী মানুষ এসব মানুষ যদি সদস্য হতে চান, আর আপনারা যদি মনে করেন তাঁকে দলে নেওয়া উচিত, তাহলে সদস্য করতে পারবেন। কিন্তু সেটি উপজেলা কমিটি আগে যাচাই-বাছাই করে দেখবে।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ তৈয়েবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সুলতান মাহমুদ, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুখ হোসেন, বিএনপি নেতা শেখ মাসুদুজ্জামান, গোবিন্দ হালদার, মোঃ এমরান আহমেদ, পলাশ মহলদার, জাহাঙ্গীর রাশেদ কামাল, মোঃ জসীম উদ্দীন, মোঃ আছাদ মোল্লা, মেহেদী হাছান বাবু ও জিএম হারুন অর রশীদ প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ