খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

চাপে নতি স্বীকার নয়, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকার নির্দেশ সিইসির

খবর প্রতিবেদন |
০১:১৫ পি.এম | ২২ অক্টোবর ২০২৫


কোনো ধরনের চাপ, প্রভাব বা নির্দেশের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ঘটনা ঘটার পর নয়, শুরুতেই ব্যবস্থা নিতে হবে। কোনো চাপের কাছে মাথা নত করবেন না। আইন অনুযায়ী সিদ্ধান্ত নিন এবং সেই সিদ্ধান্তে অটল থাকুন।

আজ বুধবার (২২ অক্টোবর) রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য ‘ট্রেনিং অব ট্রেইনারস’ (ToT) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ইউএনওদের নির্বাচন ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ দিয়ে পরবর্তীতে মাঠ পর্যায়ে অন্য কর্মকর্তাদের প্রশিক্ষণে কাজে লাগানো হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অপর চার কমিশনারও।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। কিন্তু আমাদের বড় সমস্যা হলো, আমরা আইন মানতে চাই না। আমাদের দুরবস্থার মূল কারণগুলোর একটি হলো আইনকে সম্মান না করা। যে জাতি আইনের প্রতি যত শ্রদ্ধাশীল, সেই জাতি তত বেশি সভ্য ও উন্নত।

তিনি বলেন, আমরা চাই ‘রুল অব ল’, রুল বাই ল নয়। অর্থাৎ, শাসন হবে আইনের মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে নয়। আইনকে শ্রদ্ধা করতে হবে, আইন মেনে চলতে হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। যেখানেই দায়িত্ব পালন করবেন, সেখানে আইনই হোক আপনার একমাত্র পথপ্রদর্শক।

ইউএনওদের প্রতি সিইসি বলেন, আপনারা যে প্রশিক্ষণ নিচ্ছেন, তা শুধু নিজের জন্য নয়। আপনাদের অধীনস্ত কর্মকর্তাদেরও এ বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। এই প্রশিক্ষণের লক্ষ্যই হলো প্রশিক্ষক তৈরি করা, যারা পরবর্তীতে মাঠ পর্যায়ে নির্বাচন পরিচালনায় নেতৃত্ব দেবেন।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় উপজেলা পর্যায়ের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএনওরা সেখানে মুখ্য ভূমিকা পালন করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও মনিটরিং টিমগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রাখতে হবে।

সিইসি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, কোনো অবৈধ আদেশ মেনে নেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন নিজেও কোনো অন্যায় সিদ্ধান্ত নেবে না, অন্যায় চাপের কাছে মাথা নত করবে না। আপনারাও আইনের বাইরে যাবেন না।

তিনি বলেন, শেখার কোনো শেষ নেই। ট্রেনিং মানে শেখা, নিজেকে আরও দক্ষ করে তোলা। এই প্রশিক্ষণকে হালকাভাবে নেওয়া যাবে না। মনোযোগ দিয়ে শিখুন এবং তা বাস্তবে প্রয়োগ করুন।

নির্বাচন আইন ও নির্দেশনায় পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি আরপিও সংশোধন হয়, তাহলে নির্বাচন পরিচালনার জন্য থাকা ম্যানুয়ালগুলোও হালনাগাদ করা হবে। কোথাও কোনো ঘাটতি থাকলে তা অনলাইনের মাধ্যমেই পূরণ করা হবে।

্রিন্ট

আরও সংবদ