খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

ভারতীয় দলকে ট্রফি বুঝে নিতে যে শর্ত নাকভির

ক্রীড়া প্রতিবেদক |
০৪:৫৪ পি.এম | ২২ অক্টোবর ২০২৫


এশিয়া কাপের শিরোপা জিতে নিয়েছে ভারত, তবে ট্রফি হাতে তোলার মুহূর্তে দেখা দিয়েছে চরম বিতর্ক। ফাইনালে পাকিস্তানকে হারানোর পরও ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান।

ম্যাচ শেষে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর ট্রফিটি মাঠ থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন নাকভি নিজেই। ফলে ভারতীয় দল আসল ট্রফি ছাড়াই দেশে ফিরে যায় এবং প্রতীকীভাবে শিরোপা উদযাপন করে।

ভারতের পক্ষ থেকে বিষয়টির ব্যাখ্যা না দিলেও দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার বিরুদ্ধে সন্ত্রাসে সমর্থনের অভিযোগ রয়েছে। এ কারণেই ভারতীয় খেলোয়াড়রা তার হাত থেকে ট্রফি নিতে চাননি।

এদিকে, ট্রফি নিয়ে বিতর্কের কারণে এসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ভারত। জবাবে এসিসি জানিয়েছে, ‘বিসিসিআইয়ের সঙ্গে একাধিক চিঠি বিনিময় হয়েছে। এসিসি তাদের জানিয়েছে যে, আমরা ভারতীয় অধিনায়ক সুর্যকুমার যাদব ও তার খেলোয়াড়দের দুবাইয়ে ১০ নভেম্বর একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে ট্রফি হস্তান্তর করতে চাই।’

প্রসঙ্গত, এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তান তিনবার মুখোমুখি হয় এবং প্রতিবারই জয় পায় ভারত। তবে কোনো ম্যাচেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাত মেলাতে দেখা যায়নি।

প্রথম ম্যাচের জয় উৎসর্গ করা হয় কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ভারতীয় সেনাদের উদ্দেশে, যার জন্য অধিনায়ক সুর্যকুমার যাদবকে ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করে আইসিসি। অন্যদিকে, পাকিস্তানের পেসার হারিস রউফ দ্বিতীয় ম্যাচে রাজনৈতিক বার্তা প্রদর্শন করায় তাকেও সমান জরিমানা করা হয়। বিষয়টি নিয়ে বিসিসিআই আগামী ৪–৭ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিতব্য আইসিসি ও এসিসি বোর্ড সভায় আলোচনা করতে পারে।

্রিন্ট

আরও সংবদ