খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

বদলে গেল বাগেরহাটের লুটন-ব্রিটিশ হাইস্কুলের নাম

খবর প্রতিবেদন |
০৬:৩১ পি.এম | ২২ অক্টোবর ২০২৫


বাগেরহাট জেলার সদর উপজেলার ‘লুটন-ব্রিটিশ বাংলাদেশি হেলপিং হ্যান্ড হাই স্কুল’ এর নাম পরিবর্তন করে ‘শ্রীঘাট মাধ্যমিক বিদ্যালয়’ রাখা হয়েছে।

আজ বুধবার (২২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।

একইসঙ্গে সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

বিভাগের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভের সই করা ওই আদেশে বলা হয়েছে, যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন বাগেরহাট সদর উপজেলার ‘লুটন-ব্রিটিশ বাংলাদেশি হেলপিং হ্যান্ড হাই স্কুল’ এর নাম পরিবর্তন করে ‘শ্রীঘাট মাধ্যমিক বিদ্যালয়’ হিসেবে নামকরণে মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।

বিষয়টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। একইসঙ্গে মহাপরিচালক (রুটিন দায়িত্ব), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, এবং জেলা প্রশাসক, বাগেরহাটসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নতুন নাম অনুযায়ী বিদ্যালয়ের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম ও রেকর্ড সংশোধন করতে হবে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানের নাম থেকে শেখ পরিবার, আওয়ামী লীগ ও স্থানীয় নেতাদের নাম বাদ দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হলো৷

্রিন্ট

আরও সংবদ