খুলনা | বুধবার | ২২ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

জুলাই সনদের আইনি রূপ দিতে হবে: নাহিদ ইসলাম

খবর প্রতিবেদন |
০৬:৫২ পি.এম | ২২ অক্টোবর ২০২৫


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আজকের বৈঠকে জুলাই সনদের ব্যাপারে বাস্তবিক পদক্ষেপ নিতে বলেছি। জুলাই সনদকে আইনি রূপ দিতে হবে। প্রেসিডেন্টের জুলাই সনদ নিয়ে কিছু করার নেই। ড. ইউনূসকেই এটির আইনি রূপ দিতে হবে।  

আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় যমুনায় বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নাহিদ এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন কিছু দলের প্রতি পক্ষপাত করছে। আমরা বিষয়টি জানিয়েছি। এছাড়াও বিসিএসে একই ব্যক্তি শিক্ষা ক্যাডারেও থাকলেও পরের নিয়োগেও একই ক্যাডার পায়। তখন তিনি সিনিয়রিটি বজায় রাখতে আগের ক্যাডারেই থেকে যান। ফলে নতুন ক্যাডারে আরেকজন বঞ্চিত হয়।

এর আগে নির্বাচন ও দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার আমন্ত্রণে এনসিপির প্রতিনিধিদল যমুনায় যায়।  বিকেল ৫টায় এনসিপির প্রতিনিধিদল যমুনায় পৌঁছায়।  এ সময় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন উপস্থিত ছিলেন।

১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর তা বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর অবস্থানের ভিন্নতার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার এই উদ্যোগ নিয়েছেন।

্রিন্ট

আরও সংবদ