খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

চিতলমারীতে বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর গণসংযোগ

চিতলমারী প্রতিনিধি |
১১:৩৫ পি.এম | ২২ অক্টোবর ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসন প্রার্থী জেলা মজলিসের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব বিভাগের জেলা শাখার সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাদ গণসংযোগ করেছেন। বুধবার বিকেলে উপজেলা সদর বাজারে হাটেরদিনে এ গণসংযোগ করেন। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মিসহ সাধারণ মানুষের আনন্দ-উচ্ছাসে গণসংযোগ প্রাণবন্ত হয়ে ওঠে।    
জামায়াতের সদর ইউনিয়ন শাখার সভাপতি আবুল কালাম আজাদ খানের নেতৃত্বে গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী মুনিরুজ্জামান, নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা সিকদার আব্দুল আলী, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান নান্না, জামায়াতে ইসলামী মনোনিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম ও জামায়াতে ইসলামী মনোনিত চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাসুম বিল­াহ ফরাজী। এ সময় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী চিতলমারী সদর ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওলনা শহীদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল কাদের প্রমুখ।  
গণসংযোগ শেষে প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল হক রাহাদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা সদর বাজারে আমরা গণসংযোগ করেছি। জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ আমাদের মাঝে সাধারণ মানুষের আনন্দ-উচ্ছাসে গণসংযোগ প্রাণবন্ত হয়ে ওঠে। আমরা সাধারণ মানষের সাথে কথা বলেছি। তাদের দুঃখ, কষ্ট ও বেদনার কথা শুনেছি। তারা যাতে আমাদের আগামী নির্বাচনে রায় দেয় সে জন্য দাবি জানিয়েছি।’ 

্রিন্ট

আরও সংবদ