খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

রামপাল প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ২২ অক্টোবর ২০২৫


রামপালে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এক কর্মশালা বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানা, সহ-সভাপতি এ এইচ নান্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান।
কর্মশালার সভাপতিত্ব করেন ইয়োথ ফর সুন্দরবন, রামপাল-এর সাবেক আহবায়ক এম আর সিফাত। স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন। এছাড়া অনুষ্ঠানে ইয়োথ ফর সুন্দরবনের আহবায়ক রাসেল শেখ, সদস্য সচিব ফারুক শেখ, সদস্য প্রান্ত বাছাড়, কানিজ ফাতেমা, রনি, ও প্রোঞ্জয় মন্ডলসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
কর্মশালায় সুন্দরবনকে দূষণমুক্ত রাখতে ও প্লাস্টিক-পলিথিনের ব্যবহার হ্রাসে নানামুখী উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে রূপান্তরের সহায়তায় ইয়োথ ফর দ্য সুন্দরবনের তরুণদের কার্যক্রম ও এর ইতিবাচক ফলাফল উপস্থাপন করা হয়।

্রিন্ট

আরও সংবদ