খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

নড়াইলে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

নড়াইল প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ২২ অক্টোবর ২০২৫


নড়াইল পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাদুলীডাঙ্গা গ্রামের নিজ বাড়ির গেটের সামনে থেকে প্রথম আলো পত্রিকার নড়ইল প্রতিনিধির ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি গেছে। বুধবার দুপুরের এই ঘটনায় সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক রাজু শেখ। 
এজাহারে উলে­খ করা হয় গত সোমবার রাত সাড়ে দশটার দিকে নিজ নিজ ব্যবহৃত মোটরসাইকেল (লাল রঙের টিভিএস ফনিক্স নড়াইল হ ১১-৪১৩০) গেটের সামনে রেখে ঘরে ঢোকার পর পরিবারের সদস্যরা জানায় আমার কক্ষের উত্তর পাশে জানালায় এক অজ্ঞাত ব্যক্তি উঁকি দিচ্ছিল। পরিবারের এক নারী সদস্য চিৎকার দিলে সে পালিয়ে যায়। এ নিয়ে আমি পরিবারের সঙ্গে আলাপ-আলোচনা করছিলাম। কিছু সময় পর বাইরে গিয়ে দেখি আমার মোটরসাইকেলটি নেই। পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা মিলে আশেপাশে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করি এবং বিষয়টি তাৎক্ষণিক পুলিশ প্রশাসনকে জানানো হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক একটি এজাহার দিয়েছেন।  এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

্রিন্ট

আরও সংবদ