খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

কয়রায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা

কয়রা প্রতিনিধি |
১১:৫০ পি.এম | ২২ অক্টোবর ২০২৫


কয়রা উপজেলার পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই সভার আয়োজন করে। এতে সহযোগিতা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ। সভায় পুষ্টি এম,এস,পি ও প্রকল্প বিষয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন গেইন বাংলাদেশের ড. মোঃ মনির উদ্দিন। 
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল­াহ আল বাকীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, অতিরিক্ত কৃষি অফিসার তরুণ রায়, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শুভ্রমনিয়াম, ভেটেরিনারি সার্জন ডাঃ শুভ বিশ্বাস, সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ভুদার চন্দ সানা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল­াহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মোক্তার হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, ইউপি সদস্য আবু হাসান, শেখ আবুল কালাম, মোঃ দিদারুল ইসলাম, এনজিও প্রতিনিধি জাহিদুল হাসান প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ