খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে যাচ্ছে ভারত ১৫-১৬ শতাংশে নামছে শুল্ক

খবর প্রতিবেদন |
০১:১৬ এ.এম | ২৩ অক্টোবর ২০২৫


যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্য বিরোধ নিরসনের দ্বারপ্রান্তে পৌঁছেছে ভারত। শিগগিরই একটি বাণিজ্যিক চুক্তি করতে যাচ্ছে দুই দেশ। এই চুক্তির ফলে ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক ৫০ শতাংশ থেকে ১৫-১৬ শতাংশে নেমে আসবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট। 
তিনটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলছে, জ্বালানি ও কৃষি পণ্যের ওপর নির্ভর করছে চুক্তিটি। চুক্তি স্বাক্ষরিত হলে ভারত ধীরে ধীরে রাশিয়ার অপরিশোধিত তেলের আমদানি কমিয়ে আনতে পারে।
এদিকে এই সম্ভাব্য চুক্তির বিষয়ে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং ওয়াশিংটনে হোয়াইট হাউসের সঙ্গে বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগ করলেও উভয় পক্ষই এই স্পর্শকাতর আলোচনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, তিনি মঙ্গলবার (২১ অক্টোবর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
ট্রাম্প জানান, তাদের এই আলাপে দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়টিই প্রধান্য পেয়েছে। 
ভারতের প্রধানমন্ত্রী মোদি আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি নিয়ে আলোচনা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।
বুধবার এক এক্স বার্তায় মোদি বলেন, ‘ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প, আপনার ফোন কল এবং উষ্ণ দীপাবলির শুভেচ্ছার জন্য, আলোর এই উৎসবে আমাদের দু’টি মহান গণতন্ত্র আশার আলোয় বিশ্বকে আলোকিত করতে থাকুক এবং সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে।’
এদিকে মিন্ট-এর প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে আরও জানানো হয়েছে, ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির এই আলোচনায় ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু কৃষি পণ্য আমদানি বাড়াতে সম্মত হতে পারে। বিশেষত ভারত হয়তো ‘নন-জিএমও’ বা জিনগতভাবে পরিবর্তিত হয়নি এমন ভুট্টা ও সয়াবিন কেনা বাড়াতে পারে।
ভারতের মতো বিশাল বাজারে মার্কিন কৃষি পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করা ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের লক্ষ্য ছিল। এই চুক্তিতে একটি বিশেষ দিকও অন্তর্ভুক্ত থাকতে পারে; তা হলো, নির্দিষ্ট সময় অন্তর অন্তর শুল্কের হার পুনর্মূল্যায়ন করা এবং উভয় দেশের বাজারে পণ্যের প্রবেশাধিকার ব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করার সুযোগ রাখা হবে। এর ফলে ভবিষ্যতে কোনো বিরোধ দেখা দিলে তা দ্রুত সমাধান করা সহজ হবে।
দুই দেশের কর্মকর্তারা আশা করছেন, চলতি মাসেই অনুষ্ঠিতব্য আসিয়ান সম্মেলনের ফাঁকে এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তিটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
মূলত, ইউক্রেন সংকটের পর থেকে ভারত পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে বিপুল পরিমাণে ছাড়কৃত মূল্যে অপরিশোধিত তেল আমদানি করে আসছে, যা ওয়াশিংটনের অস্বস্তির কারণ ছিল। রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর ফলে আগের ২৫ শতাংশসহ ভারতের ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
উল্লেখ্য, বর্তমানে ভারতের অপরিশোধিত তেল আমদানির প্রায় ৩৪ শতাংশ রাশিয়া থেকে আসে। অপর দিকে তেল ও গ্যাস চাহিদার প্রায় ১০ শতাং (মূল্য অনুসারে) যুক্তরাষ্ট্র থেকে আমদানি করে দেশটি। এই চুক্তিটি বাস্তবায়িত হলে তা হবে রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা।
সূত্র: মিন্ট, রয়টার্স

্রিন্ট

আরও সংবদ