খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

তেরখাদায় তাবলিগ জামাতের মাসোয়ারা ও দাওয়াতি সভা

ন্যায়ের সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে : হেলাল

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৭ এ.এম | ২৩ অক্টোবর ২০২৫


বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ইসলাম হলো শান্তি, ন্যায় ও মানবতার ধর্ম। আমাদের সমাজে আজ যে বিভাজন, হিংসা-বিদ্বেষ, স্বার্থপরতা ও অবিচার ছড়িয়ে পড়েছে-তার একমাত্র প্রতিষেধক হলো ইসলামের প্রকৃত দাওয়াত। এই দাওয়াত শুধু নামাজ-রোযার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র নির্মাণের পথ নির্দেশ করে।
গতকাল বুধবার দুপুর ১২টায় খুলনার তেরখাদা উপজেলার মারকাজ মসজিদে অনুষ্ঠিত তাবলিগ জামাতের মুরুব্বীদের বার্ষিক মাসোয়ারা ও দাওয়াতি সভায় তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানটি ছিল তেরখাদার ৯০টি গ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত একটি বৃহৎ ধর্মীয় সমাবেশ।
আজিজুল বারী হেলাল বলেন, “আমরা এমন এক সৃষ্টি, যাকে মহান আল্লাহ তায়ালা সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর নির্দেশে চলা এবং ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়া। ইসলামের মূলভিত্তি পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, এই ভিত্তির উপর দাঁড়িয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আল্লাহর পথে আহŸান করাই আমাদের দায়িত্ব।” তিনি আরও বলেন, “আজকের দুনিয়ায় মানুষ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু প্রকৃত ধর্মীয় মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। ইসলামের শান্তি ও সহনশীলতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। দাওয়াতের কাজ কেবল কিছু লোকের নয় এটি আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আল্লাহর পথে আহবানই আমাদের জীবনকে অর্থবহ করে তোলে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, খুলনা জেলা বিএনপি’র সদস্য আব্দুস সালাম মল্লিক, কাওসার চৌধুরী, হাবিব, বুলু চৌধুরী, নান্টা মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও শতাধিক মুসল্লি। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
 

্রিন্ট

আরও সংবদ