খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

৭নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সৎ এবং যোগ্য নেতৃত্বের বিকল্প নেই : মাহফুজ

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৯ এ.এম | ২৩ অক্টোবর ২০২৫


মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সৎ এবং যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই চার্টার অনুযায়ী অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। সংসদের উভয় কক্ষে প্রতিনিধিত্বমূলক প্রণালি (চজ সিস্টেম) চালু করতে হবে। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। অতীতের নৃশংসতা ও হত্যাকান্ডের দোষীদের বিচার কার্যকর করতে হবে। জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, একটি হোন্ডা তিনজন গুন্ডা কেন্দ্র ঠান্ডা-এভাবে স্বৈরাচারী কায়দায় কেন্দ্র দখল রুখে দিতে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। গণভোটের মাধ্যমে নভেম্বরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
গতকাল বুধবার খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ৭নং ওয়ার্ডের পদ্মা গেটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। 
এ সময় তার সঙ্গে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফরাজী, সহ-সভাপতি মাহফুজুর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশনের মহানগর সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি সিদ্দিকুর রহমান, দৌলতপুর থানা আমীর মোশাররফ আনসারী, ৭নং ওয়ার্ড আমীর আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা মুনসুর আলম চৌধুরি, সাবেক কাউন্সিলর আশরাফ হোসেন, বিএল কলেজের সাবেক ভিপি এড. জাকিরুল ইসলাম, বিপ্লব হোসেন, মোঃ সাইদুর রহমান, মামুন কাজল, ডা. মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বাবুল হোসেন, নূর আলম, আব্দুল মালেক, বেলাল হোসেন, মোঃ সোহেল, মোঃ নান্নু, আল-আমিন, নজরুল ইসলাম, শ্রমিকনেতা জাহিদুল ইসলাম, বদরুর রশিদ মিন্টু, ফারুক হাওলাদার, হাবিবুর রহমান, যুবনেতা আব্দুল্লাহ আল মামুন, মোঃ ইমরান হাসান, সাগর, তানভীর আহমেদ, মোঃ সুমন শেখ, ছাত্রশিবির নেতা ইয়াসিন আরাফাত, শাফায়াত হোসেন, নাজমুল কবির, হাসান আাল-সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ