খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

তালা ও পাটকেলঘাটায় আনন্দ মিছিল

শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাবেক এমপি হাবিবসহ সব আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:৪১ এ.এম | ২৩ অক্টোবর ২০২৫


বিগত ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় সাতক্ষীরা বিএনপি’র সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৪ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
আদালতে আসামিদের পক্ষ ছিলেন আইনজীবী আমিনুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান। এর আগে এ মামলায় হাবিবুল ইসলাম হাবিবকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছিলেন হাইকোর্ট। এছাড়া এর আগে ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনা গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা আরেকটি মামলায় হাবিবুল ইসলাম হাবিবকে ১০ বছরের সাজা থেকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
এদিকে রায় ঘোষণার পর ন্যায়বিচারের বিজয় উদ্যাপন করতে তালা উপজেলা ও পাটকেলঘাটা থানা বিএনপি’র নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে এবং হাবিবুল ইসলাম হাবিবের প্রতি সমর্থন জানিয়ে উচ্ছ¡াস প্রকাশ করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষণের শিকার স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান। সেখান থেকে সড়কপথে যশোরে ফেরার সময় কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া, বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে। 
এ ঘটনায় ওই বছরের ২ সেপ্টেম্বর কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন বাদী হয়ে যুবদল নেতা আশরাফ হোসেন, আব্দুল কাদের বাচ্চুসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০-৭৫ জনকে আসামি করে আদালতে মামলা করেন। মামলাটি বিভিন্ন আদালত ঘুরে হাইকোর্টের নির্দেশে ২০১৪ সালের ১৫ অক্টোবর মামলাটি এজাহার হিসেবে গণ্য হয়। পরবর্তীতে মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুর রহমান ৫০ জনের নাম উল্লেখ করে  হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে তিনটি  আদালতে তিনটি পৃথক অভিযোগপত্র দাখিল করেন। সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদী বিষয়টি নিশ্চিত করেছেন। 
তালা প্রতিনিধি জানান সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে হাইকোর্ট বেকসুর খালাসের রায় ঘোষণার পর বিজয় উদযাপন করতে তালা উপজেলা বিএনপি’র নেতা-কর্মীরা এক আনন্দ মিছিল এবং উচ্ছ¡াস প্রকাশ করেন। সন্ধ্যায় উপজেলা বিএনপি’র উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদ, বিএনপি নেতা মাস্টার বিশ্বাস ওয়াজেদ আলী, আবুল কালাম বিশ্বাস, রেজাউল ইসলাম রেজা, মাস্টার শাহাদাত হোসেন, শেখ আমিনুল ইসলাম, ফারুক হোসেন, রাসেল বিশ্বাস, সদর যুবদলের আহবায়ক আহমেদ আলী সরদার, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ, থানা ছাত্রদলের আহবায়ক হাফিজুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা খাঁন নাজমুল হুসাইন, এস এম মারুফল ইসলাম মারুফ, উপজেলা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রাজুসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা। 
একই সময় পাটকেলঘাটায় বিএনপি’র বিভিন্ন নেতা কর্মীরা আনন্দ মিছিল করে। মিছিলের নেতৃত্ব দেন সরুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাশিদুল হক রাজু, সাধারণ সম্পাদক সম্পাদক আব্দুর রকিব সরদার, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রহমান খান, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ,  উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম-আহবায়ক আনিসুজ্জামান আনিস, কৃষকদল নেতা আব্দুল খালেক, সাবেক ইউপি সদস্য মোঃ ইমাদুল ইসলাম, মোঃ আজিজুল সরদার, শেখ আবু সাঈদ, বিশ্বাস রফিকুল ইসলাম, গাজী শাহিনুর রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ।  

্রিন্ট

আরও সংবদ