খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

আইনজীবী সমিতিতে সাবেক শিক্ষামন্ত্রীর স্মরণসভা এড. মনা

দেশের শিক্ষা বিস্তারে, জাতীয়করণে ও আধুনিক শিক্ষাব্যবস্থা গঠনে আমজাদ হোসেনের অবদান চিরস্মরণীয়

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৩ এ.এম | ২৩ অক্টোবর ২০২৫


মহানগর বিএনপি’র সভাপতি এড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, দেশের শিক্ষা বিস্তারে, জাতীয়করণে ও আধুনিক শিক্ষাব্যবস্থা গঠনে আমজাদ হোসেনের অবদান চিরস্মরণীয়। তিনি কেবল একজন শিক্ষামন্ত্রীই ছিলেন না, তিনি ছিলেন দেশের শিক্ষা আন্দোলনের এক নিরলস যোদ্ধা। তাঁর হাতে প্রতিষ্ঠিত হয়েছে দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, যার অনেকগুলো তিনি জাতীয়করণও করেন। সততা, নীতি ও আদর্শে অটল এই মানুষটি ছিলেন সমাজে ন্যায় ও মানবতার আলোকবর্তিকা। বক্তারা আরও বলেন, তাঁর আদর্শ ধারণ করলে তরুণ প্রজন্ম দেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে।
বুধবার দুপুর ২টায় খুলনা আইনজীবী সমিতি মিলনায়তনে ভাষা সৈনিক, সাবেক শিক্ষামন্ত্রী ও খুলনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এস এম আমজাদ হোসেনের স্মরণে সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি এবং খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভার সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির আহবায়ক মোঃ আব্দুল্লাহ হোসেন বাচ্চু এবং পরিচালনা করেন সদস্য সচিব শেখ নুরুল হাসান রুবা। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন সিনিয়র আইনজীবী রুহুল আমিন সিদ্দিকী, পাবলিক প্রসিকিউটর (পিপি) তৌহিদুর রহমান তুষার, মোল্লা মাসুম রশিদ, এম মঞ্জুর আহমেদ, শেখ মাসুদ হোসেন রণি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এতে আইনজীবী সমিতির সদস্য ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯২৯ সালের ৩ মার্চ খুলনা জেলার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে জন্মগ্রহণ করেন এড. এস এম আমজাদ হোসেন। তিনি ১৯৫৭ সালে জাহানাবাদ ইউনিয়ন পরিষদের কমিশনার, ১৯৬২ সালে প্রাদেশিক আইনসভার সদস্য এবং ১৯৬৪ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি খুলনা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা রাখেন। তিনি খুলনা আজম খান কমার্স কলেজ ও সিটি ল’ কলেজের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের ২১ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। বক্তারা বলেন, আইন, শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান আজও খুলনা ও সমগ্র দেশের মানুষের কাছে অনুপ্রেরণার বাতিঘর হয়ে আছে।

্রিন্ট

আরও সংবদ