খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

জাতীয় নিরাপদ সড়ক চাই দিবসে নিসচার জেলা শাখার র‌্যালি ও আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৪ এ.এম | ২৩ অক্টোবর ২০২৫


জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই খুলনা জেলা শাখার উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় শহীদ হাদিস পর থেকে অনুষ্ঠিত হয়। ওই সময় সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শিরিন পারভিন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রুবেল, দপ্তর সম্পাদক রামিম চৌধুরী অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিআরটি’র উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে পৃথক র‌্যালিতে অংশ নেন নিরাপদ সড়ক চাই খুলনা জেলার শাখার নেতৃবৃন্দ। পরে খুলনা জেলা প্রশাসনের সম্মেলন পক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগদান করেন। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। আলোচনায় খুলনা জেলা প্রশাসক মোঃ তৌফিকুল ইসলামের সভাপতিকে বক্তৃতা করেন নিরাপদ সড়ক চাই খুলনা জেলা শাখার সভাপতি তরিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তাবৃন্দ।

্রিন্ট

আরও সংবদ