খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৭ কার্তিক ১৪৩২

রূপসা ও তেরখাদায় আজিজুল বারী হেলাল

সুষ্ঠু নির্বাচন না হলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে

রূপসা ও তেরখাদা প্রতিনিধি |
০১:৪৮ এ.এম | ২৩ অক্টোবর ২০২৫


কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন সুষ্ঠু নির্বাচন না হলে দেশের স্বাধীনতা হুমকির মুখে পড়বে। দেশের বিভিন্ন স্থানে অগ্নিকান্ডের মাধ্যমে একটি চক্র পরিকল্পিত নাশকতা করছে। যা বর্তমান সরকার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে খুলনা-৪ আসনে সুপেয় পানি, আধুনিক রাস্তাঘাট, অত্যাধুনিক হাসপাতাল এবং জনসাধারণের জানমালের নিশ্চয়তা বিধান করা হবে। বিএনপি বিগত সময়ে দেশ পরিচালনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে দেশকে বিশ্বের বুকে উন্নত এবং সমৃদ্ধশালী দেশে রুপান্তরিত করা হবে। 
তিনি গতকাল বুধবার বিকেলে রূপসা উপজেলা যুবদল আয়োজিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে উপজেলা ভিত্তিক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু। বিশেষ বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ ও সদস্য সচিব নাদিমুজ্জামান জনি। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক।
রূপসা উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব রুবেল মীরের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা বিএনপি’র সদস্য শেখ আঃ রশিদ, মোল্লা এনামুল কবীর, আনিসুর রহমান বিশ্বাস, রিয়াজুল ইসলাম, এম এ সালাম, আছাফুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল কুমার সাহা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবদুল্লাহ আল কাফি সখা, গোলাম মোস্তফা তুহিন, আলমগীর হোসেন লালন, এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহবায়ক আবুল কালাম গোলদার, রয়েল আজম, হুমায়ূন কবীর, ইউনিয়ন বিএনপি নেতা এস এম এ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, আজিজুর রহমান, মিকাইল বিশ্বাস, মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম।
তেরখাদা প্রতিনিধি জানান আজিজুল বারী হেলাল দুপুরে তেরখাদা উপজেলা সদরের মারকাজ মসজিদে অনুষ্ঠিত তাবলীগের জোড়ে প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি বলেন, তাবলীগ মানুষকে আল্লাহর পথে ফেরায়, পরস্পরের মধ্যে শান্তি ও নৈতিকতার বন্ধনে আবদ্ধ করে একটি সুশীল সমাজ প্রতিষ্ঠা করে। তাবলীগের দাওয়াত ও মেহনতি মানুষের জীবনে বাস্তবায়িত হলে সমাজে অন্যায়, অত্যাচার ও অবিচার থেকে মুক্তি পাওয়া যায়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য মোঃ আব্দুস সালাম মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, বিএনপি নেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাহবুবুর রহমান মোল্লা, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ ফেরদৌস মেম্বার, এস কে নাসির আহমেদ, মোঃ পলাশ শেখ, মোঃ সাইফুল ইসলাম মোড়ল, খান গিয়াস উদ্দিন, শেখ রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহাগ মুন্সী, মোঃ জামাল বিশ্বাস, কৃষক দলের সদস্য সচিব মোঃ সাবু মোল্লা, মোঃ আলমগীর শেখ, ওলামা দলের সভাপতি হাফেজ মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আব্দুল লতিফ মোলা, মোঃ রাজু বিল্লাহসহ আরও অনেকে।
তাবলীগের জোড় শেষে আজিজুল বারী হেলাল তেরখাদা ইউনিয়নের পূর্বপাড়ায় সাবেক মেম্বার ফেরদৌস মোল্লার বাড়িতে উপজেলা মহিলা দলের আয়োজিত উঠান  বৈঠকে যোগ দেন। উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফাতেমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারীরাই পারে একটি সংগঠনকে উজ্জীবিত করতে।”
তিনি আরও বলেন, “দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী ও বেগবান করতে নারীদের ভূমিকা অপরিসীম। কঠোর পরিশ্রমের মাধ্যমে সংগঠনকে রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায়, তৃণমূল পর্যায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” হেলাল বলেন, দেশের মানুষের মুক্তির জন্য বিএনপিকেই দায়িত্ব নিতে হবে। এজন্য প্রত্যেক নেতা-কর্মীকে মাঠে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে।

্রিন্ট

আরও সংবদ