খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

স্মৃতি ইরানির ধারাবাহিকে বিল গেটস, আসছেন উইল স্মিথও?

খবর বিনোদন |
০৪:০৮ পি.এম | ২৩ অক্টোবর ২০২৫


রাজনীতির ময়দান থেকে টেলিদুনিয়ায় প্রত্যাবর্তন করা অভিনেত্রী স্মৃতি ইরানি। দীর্ঘ ১৭ বছর পর অভিনয়ে ফিরেছেন তিনি। আর ফিরেই একতা কাপুরের ধারাবাহিক ‘কিউঁ কি সাস ভি কভি বহু থি’-তে বাজিমাত করে চলেছেন। এবার আরও বড় চমক! ‌‘ভিরানি পরিবারের’ দরজায় কড়া নাড়তে চলেছেন মার্কিন ধনকুবের বিল গেটস! শুধু তাই নয়, গুঞ্জন রয়েছে অস্কারজয়ী হলিউড তারকা উইল স্মিথকে নিয়েও।

এরইমধ্যে প্রকাশ্যে এসেছে কিউঁ কি সাস ভি কভি বহু থির নতুন প্রোমো। সেখানেই মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটসকে দেখা যাবে বলে ঘোষণা এসেছে। জানা যায়, খুব শিগগিরই এই পর্ব প্রচারে আসছে।

কিন্তু ভারতীয় ধারাবাহিকে হঠাৎ বিল গেটসের মতো ব্যক্তিত্ব কেন? কারণ এই বিশেষ পর্বের নেপথ্যে রয়েছে একটি মহৎ উদ্দেশ্য।

বিশ্বজুড়ে স্বাস্থ্য খাত, বিশেষত অন্তঃসত্ত্বা নারী ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করে ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’। তারই প্রচার সূত্রেই পর্বটিতে বিল গেটসের যুক্ত হওয়া। উদ্যোগটি অবশ্য স্মৃতি ইরানিই নিয়েছিলেন। একাধিকবার বিল গেটসের সঙ্গে ভিডিও কলে কথা বলে তাঁকে রাজি করেছেন।

কেমন দৃশ্যে বিল গেটসকে দেখা যাবে? ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়—ধারাবাহিকটির একটি দৃশ্যে তুলসী ও তাঁর মেয়ে পরিধি বিরানির বদলে যাওয়া সম্পর্কের সমীকরণের ওপর আলোকপাত করবেন তিনি। অর্থাৎ, তুলসীর ঘরের অশান্তি মেটাবেন বিল গেটস।

এ বিষয়ে গণমাধ্যমে স্মৃতি ইরানি বলেন, ‘ভারতীয় টেলিদুনিয়ার ইতিহাসে এ এক গর্বের মুহূর্ত। দীর্ঘদিন ধরেই এ দেশের বিনোদুনিয়ায় নারী ও শিশুদের স্বাস্থ্য কল্যাণমূলক আলোচনা ব্রাত্য থেকেছে। সেই প্রেক্ষিতেই বিল গেটসকে এই শোয়ে নিয়ে আসা এক যুগান্তকারী পদক্ষেপ।’

এদিকে, বিল গেটসের পর নাকি হাজির হতে পারেন স্বয়ং উইল স্মিথ! তাঁর কাজ হবে মিহির ও তুলসীর দূরত্ব মিটিয়ে তাঁদের পুনরায় এক ছাদের নিচে আনা। এ-ও রটনা রয়েছে যে, এই ক্যামিওর অনুপ্রেরণা নাকি অস্কারের মঞ্চে স্মিথের সেই বিতর্কিত ‘চড়কাণ্ড'! যেভাবে তিনি স্ত্রীর সম্মানের জন্য সঞ্চালকের কথায় রুখে দাঁড়িয়েছিলেন, সেই আবেগকেই নাকি কাজে লাগাতে চান নির্মাতারা।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই থেকে স্টারপ্লাস ও জিও হটস্টারে প্রচার হচ্ছে কিঁউ কি সাস ভি কভি বহু থি। দর্শকমহলে ইতিমধ্যেই উন্মাদনা সৃষ্টি করেছে এই সিরিয়াল। এবার বিল গেটসের উপস্থিতি যে সিরিয়ালের টিআরপিতে বড় প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য।

্রিন্ট

আরও সংবদ