খুলনা | বৃহস্পতিবার | ২৩ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

খবর প্রতিবেদন |
০৪:৫২ পি.এম | ২৩ অক্টোবর ২০২৫


সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম মেয়েদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অনুভুতিতে আঘাতের দায়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ মামলায় বুয়েট শিক্ষার্থী শ্রীশান্তের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। সেই সঙ্গে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের নতুন ধারা সংযোজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ মামলার তদন্ত কর্মকর্তা শাহজাহান সিরাজ সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৯৫ এর ক ধারা যুক্ত করার আবেদন করেন। এছাড়া শ্রীশান্ত রায়কে কারাগারে রাখার আবেদনও করেন তিনি। আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। কিন্তু তিনি জামিন শুনানি করেননি। পরে আদালত ধারাটি যুক্ত করেন। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার (২২ অক্টোবর) শ্রীশান্ত রায়কে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। ওইদিন আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে ছাত্রী হয়রানি ও ধর্ষণের অভিযোগ এনে শ্রীশান্তের গ্রেফতার ও শাস্তি দাবি জানিয়ে বুয়েট শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ করেন। বিক্ষোভের মুখে পুলিশ শ্রীশান্তকে আটক করে। পরে তাকে সাইবার নিরাপত্তা সুরক্ষা অধ্যাদেশের অধীন করা মামলায় গ্রেফতার দেখানো হয়। বুয়েটের নিরাপত্তাকর্মী মো. আফগান হোসেন চকবাজার থানায় ধর্ম অবমাননার অভিযোগে মামলাটি করেন।

অভিযোগে বলা হয়, বুয়েটের আহসান উল্লাহ হলে অবস্থান করে ছদ্মনাম ব্যবহার করে মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে এ বছরের ৮ জুন থেকে ৭ সেপ্টেম্বর বিভিন্ন পোস্ট দেওয়া হয়। সেখানে অশ্লীল, কুরুচিপূর্ণ, ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য জুড়ে দেওয়া হয়। দীর্ঘদিন চেষ্টার পর ছদ্মনামের প্রকৃত আসামি শ্রীশান্ত রায়কে শনাক্ত করা হয়। এতে আরও বলা হয়, মুসলিম নারী সংক্রান্ত অশ্লীল মন্তব্য, ধর্মীয় ঘৃণা ও বিদ্বেষমূলক মন্তব্য বুয়েটের অন্যান্য শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

্রিন্ট

আরও সংবদ