খুলনা | শুক্রবার | ২৪ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

কালীগঞ্জে যুবদলের আইটি প্রশিক্ষণ কর্মশালা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
১১:৪৮ পি.এম | ২৩ অক্টোবর ২০২৫


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দিনব্যাপী আইটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার সময় শহরের পৌর অডিটোরিয়ামে যুবদলের সকল সদস্যদের কে তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার লক্ষে এ আইটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। 
উপজেলা যুবদলের আহ্বায়ক সুজা উদ্দিন পিয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী দুইজন হেভিওয়েট প্রার্থী সাইয়ুল ইসলাম ফিরোজ ও  হামিদুল ইসলাম হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিএসসি ইঞ্জিনিয়ারিং অব আইসিটি ডিগ্রী ধারী প্রভাষক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত বিশেষ অতিথিগন যুবদলের নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন গেøাবালাইজেশনের কারনে পৃথিবী এখন অনেক এগিয়ে গিয়াছে, তারই ধারাবাহিকতায় আমাদের আগামীর বাংলাদেশের অভিভাবক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছেন, যাতে যুবকেরা বাংলাদেশকে এগিয়ে নিতে সাহায্য করবে। তাঁর একটি অংশ হিসেবে আজকের এই আইটি প্রশিক্ষণ কর্মশালা। বক্তারা আরো বলেন, এই আইটি প্রশিক্ষন কর্মশালা মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বেগবান হবে। এই কর্মশালাগুলোতে দলীয় নীতি ও কর্মসূচি, বিশেষ করে দেশ নায়ক তারেক রহমানের দেওয়া রাষ্ট্র সংস্কার বিষয়ক নির্দেশনাগুলো বাস্তবে রুপ নেবে। এই কর্মশালার উদ্দেশ্য বিএনপি’র দলীয় কর্মসূচি, বিশেষ করে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা এবং জনসম্পৃক্ততার বিষয়গুলো দলের নেতাকর্মীদের মধ্যে কার্যকরভাবে ছড়িয়ে দিতে এই কর্মশার্লা মূল উদ্দেশ্য।

্রিন্ট

আরও সংবদ