খুলনা | শুক্রবার | ২৪ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসকের গাছের চারা বিতরণ

রূপসা প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ২৩ অক্টোবর ২০২৫


রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার  দুপুরে  কলেজ ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার উল কুদ্দুস, একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার। প্রভাষক ফাল্তুনী মুখার্জির পরিচালনায় বক্তৃতা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খান মেজবাউদ্দীন সেলিম, প্রভাষক বাশির আহম্মেদ লালু, সেলিম রেজা, অনুপ পাল, ভবেশ বিশ্বাস, বিপ্লব মন্ডল, শিক্ষক মিজানুর রহমান, সঞ্জীব মজুমদার, ইমদাদুল হক, কামরুজ্জামান, ক্রীড়া শিক্ষক আ: কাদের, শম্ভুনাথ দাস, কল্যাণ রায়, পবিত্র দেবনাথ, সঞ্চিতা গায়েন প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ