খুলনা | শুক্রবার | ২৪ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

বটিয়াঘাটায় বিধবা নারীকে নির্যাতনে ক্ষুব্ধ এলাকাবাসী

বটিয়াঘাটা প্রতিনিধি |
১১:৫৫ পি.এম | ২৩ অক্টোবর ২০২৫


বটিয়াঘাটায় আবু বক্কর শেখের নির্যাতনে ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। তার হাত থেকে রেহাই পাচ্ছে না হিন্দু, মুসলমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। লুটপাট আর অন্যের জমি দখল তার কাছে এখন স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বটিয়াঘাটার প্রয়াত সাবেক পোষ্ট মাষ্টার আয়ূব আলী সরদারের পরিবার মঙ্গলবার বিকেলে আবু বক্করের হাতে চরম নৃশংসতার শিকার হয়েছেন। আয়ূব আলীর স্ত্রী পারভীন বেগম বটিয়াঘাটা থানায় তার লিখিত অভিযোগে উলে­খ করেন জোরপূর্বক জায়গা দখল করতে এসে গাছপালা, ঘরদুয়ার ভাঙচুর করতে শুরু করে। বাঁধা দিতে গেলে নির্মমভাবে তার উপর হামলা করা হয়। সন্ত্রাসীদের লোহার রড, বাঁশের লাঠির আঘাতে তার বাম চোখের নিচে ফুলে কালো হয়ে আছে, হাঁটুর একাংশ ভেঙে যাবার উপক্রম, হাতের কনুই ফেঁটে গেছে। তারা গলার চেইন, কানের দুল ছিঁড়ে নিয়েছে। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তারা পালিয়ে যায়। অভিযোগে আবু বক্করসহ মাসুদ রহমান শেখ, ইব্রাহীম শেখ ও তানিয়া বেগমের নাম উলে­খ করা হয়েছে। ঘটনার পরেই পারভীনকে নিয়ে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা সনদ নিয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম বলেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগের পর এসআই শফিককে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা এলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
 

্রিন্ট

আরও সংবদ