খুলনা | শুক্রবার | ২৪ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

কেডিএ নিউমার্কেট পাশের চাল পট্টি ও কাপড় পট্টির ৮ দোকান লটারীতে বন্টন

খবর বিজ্ঞপ্তি |
১২:২৫ এ.এম | ২৪ অক্টোবর ২০২৫


কেডিএ নিউমার্কেট পার্শ্বস্থ চাল পট্টি ও কাপড় পট্টির মধ্যবর্তী ৮টি দোকানের স্পেস বরাদ্দের জন্য প্রাপ্ত আবেদনগুলির লটারি বৃহস্পতিবার সকাল ১১টায় কেডিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেডিএ চেয়ারম্যান  ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কেডিএ’র সার্বক্ষণিক সদস্যগন, সচিব, প্রধান প্রকৌশলী, পরিচালক (এস্টেট)সহ কেডিএ’র কর্মকর্তা/ কর্মচারীগণ এবং উক্ত দোকান স্পেসের আবেদনকারীগণ। প্রকাশ্যে লটারির মাধ্যমে  নির্বাচিত বরাদ্দ গ্রহীতাদের দোকান স্পেস বরাদ্দের পত্র বিধি মোতাবেক প্রদান করা হবে।
 

্রিন্ট

আরও সংবদ