খুলনা | শুক্রবার | ২৪ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

জনউদ্যোগের সংবাদ সম্মেলনে বক্তারা

দখল-দূষণের কবল থেকে রূপসা, ভৈরব ও ময়ূর নদকে বাঁচাতে হবে

খবর বিজ্ঞপ্তি |
১২:২৬ এ.এম | ২৪ অক্টোবর ২০২৫


ভৈরব, রূপসা এবং ময়ূূর নদীগুলো ভয়াবহ দূষণ ও দখলের শিকার, যা পরিবেশের জন্য মারাত্মক বিপযয় সৃষ্টি করছে। নগরীর দৌলতপুর-খালিশপুর এলাকায় পদ্মা, মেঘনা ও যমুনা নামে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তিনটি তেলের ডিপোর ধোয়া-মোছার পর তেলযুক্ত পানি সরাসরি চলে যাচ্ছে ভৈরব নদে ও রূপসা নদীতে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জনউদ্যোগ খুলনার উদ্যোগে ২২টি খালের দূষণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। লিখিত বক্তব্য পাঠ করেন এড. শামীমা সুলতানা শীলু। 
এ সময় উপস্থিত ছিলেন এস এম শাহনাওয়াজ আলী, এড. মোমিনুল ইসলাম, শিক্ষক মানস রায়, রুহুল আমিন হাওলাদার, সরদার আবু তাহের, কামরুল ইসলাম সীপার, এম এ সবুর, পল অসীম বিশ^াস ও সাগর সরকার প্রমুখ।
বক্তারা বলেন, মহানগরীর জলাবদ্ধতা নিরসনকল্পে ময়ূর নদী খননের পাশাপাশি রূপসা ও ভৈরব নদেরও নাব্যতা বৃদ্ধি করা দরকার। নগর সংলগ্ন নদীগুলির নাব্যতা হ্রাস পাওয়ায় জোয়ারের সময় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সময়োপযোগী পদক্ষেপ দরকার। 
খুলনা শহর ও আশেপাশের জলাবদ্ধতা দূর করতে প্রাকৃতিকভাবে নদী, খাল, জলাশয় সংরক্ষণ করে জলাবদ্ধতা নিরসন, মাটির তলদেশের পানি রিচার্জ, লবনাক্ততার প্রভাব, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে।
 

্রিন্ট

আরও সংবদ