খুলনা | শুক্রবার | ২৪ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

কুয়েটে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে ভিসি’র মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
১২:২৭ এ.এম | ২৪ অক্টোবর ২০২৫


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সার্বিক নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভাইস-চ্যান্সেলরের দপ্তরে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বিএম ইকরামুল হক, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মোঃ মঈনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার দৌলতপুর জোন, মোঃ আবুল বাশার এবং খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তুহিনুজ্জামান। 
মতবিনিময় সভা সঞ্চালনা করেন নিরাপত্তা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন প্রামানিক। সভায় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনায় নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার বিষয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদারের বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে পূর্বের মতো এবারও সার্বিক সহযোগিতা কামনা করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

্রিন্ট

আরও সংবদ