খুলনা | শুক্রবার | ২৪ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

খালিশপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি মাহফুজের

খবর বিজ্ঞপ্তি |
১২:২৯ এ.এম | ২৪ অক্টোবর ২০২৫


নগরীর খালিশপুরের মুজগুন্নি ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা তাৎক্ষণিক পরিদর্শন করেন মহানগর জামায়াতের আমীর ও খুলনা-৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট ও গ্যারেজ ঘুরে দেখেন এবং তাদের আর্থিক ক্ষয়ক্ষতির খোঁজ খবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকা ও আর্থিক সহায়তার আশ্বাস দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর জামায়াতের সহকারী  সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ৯নং ওয়ার্ড আমির কাজী বায়েজিদুল ইসলাম, শহিদুল্লাহ, নাসরুল্লাহ, বাদশাহ মিয়া, কাজী নুরুন্নবী, কাজী জিয়াউল ইসলাম, এস এম মাহফুজুর রহমান, মনজুরুল ইসলাম, আব্দুর আব্দুর রহিম ও হিমেল প্রমুখ।
 

্রিন্ট

আরও সংবদ