খুলনা | শুক্রবার | ২৪ অক্টোবর ২০২৫ | ৯ কার্তিক ১৪৩২

এলপিএল স্থগিত হওয়ায় বিপিএলের সম্ভাবনার আলো

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩৪ এ.এম | ২৪ অক্টোবর ২০২৫


ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল হলে বিদেশি ক্রিকেটারের ঘাটতি নিয়ে দুর্ভাবনায় কিছুটা আশার ঝিলিক মিলেছে। লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর পূর্ব নির্ধারিত সময় নভেম্বর-ডিসেম্বর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বিবৃতিতে জানিয়েছে, অন্য কোনো উইন্ডোতে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করা হবে।
আগামী ২৭ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কলম্বো, ক্যান্ডি ও ডাম্বুলায় হওয়ার কথা ছিল এলপিএলের নতুন আসর। তবে এসএলসি জানিয়েছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি আগেভাগেই সেরে নেওয়ার বৃহত্তর প্রয়োজনীয়তা থেকেই সতর্ক বিবেচনার পর এলপিএল পিছিয়ে দেওয়া হয়েছে। বিশ্বকাপের জন্য ভেন্যুগুলোতে তৈরি করায় পূর্ণ মনোযোগ দিতে চায় লঙ্কান বোর্ড। আগামী ফেব্র“য়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক আসরের জন্য ভেন্যুগুলোতে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রস্তুত করে তোলার বাধ্যবাধকতা আছে। আইসিসির নির্দেশনা অনুযায়ী ভেন্যুগুলোর সুযোগ-সুবিধা উন্নত করা ও অবকাঠামোগত নানা সংস্কারের জন্য পর্যাপ্ত সময় নিতে চাইছে লঙ্কান বোর্ড। শ্রীলঙ্কার মূল ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামের সংস্কার কাজ আপাতত থমকে আছে চলতি উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের জন্য। 
এলপিএলের গত দু’টি আসর আয়োজিত হয়েছিল জুলাই-আগস্টে। এবার নভেম্বর-ডিসেম্বরে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিসিবি এবারের বিপিএল আয়োজন করতে চায় ডিসেম্বর-জানুয়ারিতে। প্রায় একই সময়ে এবার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি টুর্নামেন্টও হবে। বিপিএলে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে তাই প্রবল শঙ্কা এবার আছে। এর মধ্যে স¤প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে, পাকিস্তানি ক্রিকেটারদের আপাতত দেশের বাইরের লিগে খেলতে দেওয়া হবে না। 
এই অবস্থায় এলপিএল পিছিয়ে যাওয়ার খবর বিপিএলের জন্য খানিকটা স্বস্তির ছোঁয়া নিশ্চিতভাবেই।

্রিন্ট

আরও সংবদ