খুলনা | শুক্রবার | ২৪ অক্টোবর ২০২৫ | ৮ কার্তিক ১৪৩২

শ্যামনগরে নিজের ঘেরে পাতা ইঁদুর মারা ফাঁদে প্রাণ গেল মালিকের

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৩৫ এ.এম | ২৪ অক্টোবর ২০২৫


সাতক্ষীরার শ্যামনগরে নিজের ঘেরের  ভেড়িবাঁধে লাগানো সবজি ক্ষেতে পাতা ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন রবীন্দ্রনাথ রপ্তান (৫২) নামে এক ঘের মালিক। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রথীন্দ্রনাথ উপজেলার জেলেখালি গ্রামের মৃত শচীন্দ্রনাথ রপ্তানের ছেলে।
স্থানীয়রা জানান, অন্যের জমি হারি নিয়ে মাছের ঘেরের ভেড়িবাঁধে  সবজি চাষ করেছিলেন রথীন্দ্রনাথ রপ্তান। সবজি ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন তিনি। বৃহস্পতিবার বিকালে রথীন্দ্রনাথ বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। অসাবধানতাবশত নিজের পাতা ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। 
এদিকে সন্ধ্যা হওয়ার পরও বাড়িতে না ফেরায় তার স্ত্রী তাকে খুঁজতে বের হন। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর স্ত্রী তাকে ঘেরের পানিতে পড়ে থাকতে দেখেন। পরে তার ডাক-চিৎকারে স্থানীয় ও পরিবারের লোকজন মরদেহ মাছের ঘেরে পানি থেকে উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য দিবাশীষ গাইন বিষয়টি নিশ্চিত করেন।

্রিন্ট

আরও সংবদ