খুলনা | শুক্রবার | ২৪ অক্টোবর ২০২৫ | ৯ কার্তিক ১৪৩২

খালিশপুরে চার ইউনিটের নারী সমাবেশে বকুল

সকল ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:১৬ এ.এম | ২৪ অক্টোবর ২০২৫


বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, দেশে চলমান তীব্র অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও সামাজিক অবক্ষয়ের জন্য বর্তমান সরকারকেই দায়ী করেছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া এই সংকট থেকে উত্তরণের কোনো পথ নেই।
বৃহস্পতিবার বিকেলে নগরীর ৯নং ওয়ার্ডে গোয়ালখালী ইউনিট ও নেছারিয়া মাদ্রাসা ইউনিটসহ চারটি ইউনিটের নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম-আহŸায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এড. মোহাম্মদ আলী বাবু, খালিশপুর মহিলা দলের আহŸায়ক শাহানাজ সরোয়ারসহ ৯নং ওয়ার্ডের মহিলা দলের আহŸায়ক সদস্য সচিব উপস্থিত ছিলেন।
রকিবুল ইসলাম বকুল বলেন, খালিশপুরের অর্থনৈতিক ভরকেন্দ্র ছিল মিল-কারখানা। কিন্তু বর্তমান সরকার সেগুলো একে একে বন্ধ করে দিয়েছে। কর্মসংস্থানের অভাবে হাজারো পরিবার দুঃসহ জীবন যাপন করছে। কেউ রিকশা চালাচ্ছে, কেউ ছোট দোকান খুলেছে-তাও লোকসানের মুখে। তিনি আরও বলেন, চাকুরি হারানো তরুণেরা হতাশ হয়ে পড়ছে। এই হতাশাকে পুঁজি করে মাদক ব্যবসায়ীরা তাদের জালে টেনে নিচ্ছে। যে পরিবারে একজন মাদকাসক্ত আছে, কেবল তারাই বোঝে এর যন্ত্রণা কতটা ভয়াবহ।

্রিন্ট

আরও সংবদ