খুলনা | শুক্রবার | ২৪ অক্টোবর ২০২৫ | ৯ কার্তিক ১৪৩২

রূপসা ঘাটের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক ও রূপসা প্রতিনিধি |
০২:১৬ এ.এম | ২৪ অক্টোবর ২০২৫


খুলনা জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেছেন, রূপসা ঘাট এলাকায় বিরাজমান সমস্যা নিরসনে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসাধারণের সুষ্ঠু যাতায়াত ব্যবস্থা চালুসহ সরকার বিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে ঘাটের আধুনিক যোগাযোগ ব্যবস্থার নিশ্চিত করা হবে। 
বৃহস্পতিবার সকালে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলার সরকারি দপ্তরের প্রধানগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক কর্মকর্তাকে সৎ, দায়িত্বশীল এবং নিষ্ঠার সাথে জনগণের সেবায় কাজ করতে হবে। মনে রাখতে হবে আমরা জনগণের সেবার ব্রত নিয়ে চাকুরিতে যোগদান করেছি। এ কারণে জনসাধারণের সকল মতামতকে সমান গুরুত্ব দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপকারে এগিয়ে আসতে হবে।
সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবিব প্রামাণিক, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফ, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, প্রকৌশলী শোভন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার উল কুদ্দুস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মোঃ বোরহান উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, ইউআরসি ইনসট্রাক্টর কাজী এহতেশামুল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, রূপসা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহমেদ খান শহীদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক শেখ প্রমুখ।
তিনি উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত কর্মক্ষেত্রে “আধুনিক প্রযুক্তির ব্যবহার” শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন। এর আগে তিনি রূপসা থানা পরিদর্শন করেন।

্রিন্ট

আরও সংবদ