খুলনা | শনিবার | ২৫ অক্টোবর ২০২৫ | ৯ কার্তিক ১৪৩২

যুবদল নেতা ফ্রান্স ও সাবেক ছাত্রনেতা অভির পিতার ইন্তেকাল : শোক

খবর বিজ্ঞপ্তি |
১২:১৪ এ.এম | ২৫ অক্টোবর ২০২৫


জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মাসকুর হাসান ফ্রান্স’র পিতা মোঃ জামাল উদ্দিন (৭৫) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। গতকাল শুক্রবার বাদ জুম্মা নগরীর সোনাডাঙ্গা সিটি বাইপাসে আলীর ক্লাব মোড়ে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
নামাজে জানাজায় খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বিএনপি নেতা বদরুল আনাম, মনিরুল হাসান বাপ্পী, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ ও সদস্য সচিব নাদিমুজ্জামান জনিসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক ও ধর্মপ্রাণ মুসলি­বৃন্দ অংশ নেন।
যুবদল নেতা ফ্রান্সের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, মহানগর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু প্রমুখ। অনুরুপ শোক বিবৃতি দিয়েছেন জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ ও সদস্য সচিব এস এম নাদিমুজ্জামান জনি প্রমুখ।
খুলনা বিএনপি’র সাবেক নেতৃবৃন্দ : নগর ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও সোনাডাঙ্গা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মুশফিকুর রহমান অভি’র পিতা জামাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা বিএনপি’র সাবেক নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন নগর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল­াহ খান সাচ্চু, আব্দুল জলিল খান কালাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ