খুলনা | শনিবার | ২৫ অক্টোবর ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২

বাগেরহাট ও যশোরসহ ৭ জেলায় সড়কে ঝরলো ১৫ জনের প্রাণ

খবর ডেস্ক |
০১:০০ এ.এম | ২৫ অক্টোবর ২০২৫


যানবাহন চালকদের বেপরোয়া ভাব, চলাচলের ক্ষেত্রে পথচারীদের অসাবধানতাসহ নানা কারণে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। সেই ধারাবাহিকতায় শুক্রবার ছুটির দিন সারাদেশের বিভিন্ন জেলায় সড়কে ঝরে গেল ১৫টি তাজা প্রাণ।
এর মধ্যে নরসিংদীতে তিনজন, যশোরে দু’জন, ফরিদপুরে দু’জন, ময়মনসিংহে দু’জন, সুনামগঞ্জে দু’জন এবং রাজধানী, বাগেরহাট, গোপালগঞ্জ ও লালমনিরহাটে একজন করে। এতে আহত হয়েছেন ১৫ জন। আমাদের জেলা পর্যায়ের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর।
বাগেরহাট:  বাস চাপায় মোঃ শামীম তালুকদার (৩০) নামের এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের আঞ্চলিক পার্সপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম তালুকদার শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতি তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের মেগনিতলা এলাকায় ভাড়া থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শামীম তালুকদার সকালে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে শহরের যাচ্ছিলেন। ঢাকা থেকে আসা ফাল্গুনি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলসহ শামীমকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সাথে সাথে বাস চালক ও সহযোগীরা পালিয়েছে। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ-উল হাসান বলেন, চাপা দেওয়া বাসটিকে জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারের ইচ্ছা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
যশোর : জেলার যশোর-চৌগাছা সড়কের জাহাঙ্গীরপুরে সকালে বালুবাহী ট্রলি চাপায় মোটরসাইকেলের দুই কিশোর নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে উপজেলা বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। নিহতরা হলো উপজেলার বাশাপোল কালিয়াকুন্ডু গ্রামের ইনতাজ হোসেনের ছেলে ইমন হোসাইন (১৫) ও তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫)।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ইমন ও আশরাফুল মোটরসাইকেলযোগে চৌগাছা বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছালে একটি বালুবাহী ট্রলির সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গোপালগঞ্জ : জেলায় ট্রেনে কাটা পড়ে শাকিল আহমেদ ফয়সাল (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার ভেন্নাবাড়ি ও পাথালিয়া রেললাইনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবরা স্টেশন থেকে রাজশাহীগামী আন্তঃনগর ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি ছাড়ার পরই এ ঘটনা ঘটে।
নিহত শাকিল আহমেদ ফয়সাল সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি পশ্চিমপাড়া গ্রামের প্রবাসী কামাল শেখের ছেলে। তিনি এ বছর গোপালগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।
গোবরা রেলস্টেশন ম্যানেজার রতœা  বৈদ্য জানান, সকাল পৌনে ৭টার দিকে চরপাথালিয়া এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসে কাটা পড়ে ওই ছাত্রের মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
সুনামগঞ্জ : শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় ভোরে পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন লিমিটেডের কর্মকর্তারা স্বপরিবারে সেজুতি ট্রাভেলস-এর বাসে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাচ্ছিলেন। পাগলা বাজার এলাকায় পৌঁছালে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান বাসের যাত্রী মনজুরা আক্তার ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
ফরিদপুর : দাঁড়িয়ে থাকা একটি বাসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন ৫ জন। গতরাত সাড়ে তিনটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 
পুলিশ জানায়, যমুনা লাইনের একটি বাস দুর্ঘটনার পর পুলিয়া এলাকায় রাস্তার পাশে থামানো ছিল। যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে দাঁড়ান। এসময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় বাসটিকে। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদী : মাধবদীতে শুক্রবার দিবাগত রাতে বাস চাপায় ইজিবাইকের চালকসহ ৩ জনের প্রাণ গেছে। রাইনাদী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইজিবাইকটি মহাসড়ক পাড় হচ্ছিল। এসময় ঢাকা থেকে সিলেটগামী বাসটি ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান ২ জন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
এছাড়া রাজধানী, লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় আরও ২ জন নিহত হয়েছেন।

্রিন্ট

আরও সংবদ