খুলনা | শনিবার | ২৫ অক্টোবর ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২

দেশি-বিদেশি কোনো চাপ নেই : প্রেস সচিব

‘আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই’

মাগুরা প্রতিনিধি |
০১:১৭ এ.এম | ২৫ অক্টোবর ২০২৫


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য দেশি-বিদেশি কোনো ধরনের চাপ নেই। বরং সবাই বলছেন, জুলাই-আগস্টে এত মানুষ হত্যার পরও আওয়ামী লীগ অনুতপ্ত হচ্ছে না। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্র“য়ারিতেই অনুষ্ঠিত হবে। নির্বাচনের বিষয়ে সব দল একমত হয়েছে। তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। এবারের নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
শুক্রবার মাগুরা-ঢাকা সড়কের নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, জুলাই শহীদদের জাতি যেন স্মরণে রাখে, সেই লক্ষ্যে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ আছে কি না এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, গুম-খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তারা টাকার বিনিময়ে নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। এবার সেসব ঘটবে না। জনগণ ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।
শফিকুল আলম বলেন, নির্বাচন কমিশন বার বার বলেছে- আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারবে না। দেশি-বিদেশি কোনো ধরনের চাপ নেই আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য। বরং সবাই বলছেন, এত বড় খুন, এত হত্যাযজ্ঞ করেছে আওয়ামী লীগ। তারা জুলাই আগস্টে শত শত ছাত্র ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে। এত মানুষ হত্যার পরও আওয়ামী লীগ অনুতপ্ত হচ্ছে না।
আওয়ামী লীগের সমালোচনা করে শফিকুল আলম বলেন, তারা টাকার বিনিময়ে সব নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। কিন্তু এবার এর কোনোটি ঘটবে না। জনগণ ভোটকেন্দ্রে যাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।
শফিকুল আলম বলেন, জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে, সেই উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মাগুরার কিছু শহীদের কথা মানুষ ভুলে গেছে। কারণ তাদের স্মরণে এমন কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি।
প্রেস সচিব বলেন, ফেব্র“য়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল ঐক্যমত পোষণ করেছে। নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই বলেও দাবি করেন তিনি। এবার জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। 
এ ছাড়াও আরপিওতে ‘না ভোট’ রাখার সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব বলেন, কোনো ক্ষেত্রে একজন ক্যান্ডিডেট থাকলে; জনগণ তার বিপরীতে না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ পাবেন।
জুলাই সনদে কিছু রাজনৈতিক দল স্বাক্ষর না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, অধিকাংশ দলই একমত হয়ে সনদে স্বাক্ষর করেছে। যারা স্বাক্ষর করেনি, তাদের মধ্যে কেবল কিছু মতপার্থক্য রয়েছে। এর বাইরে সব বিষয়ে তারা একমত।
জাতীয় নির্বাচনে ‘না’ ভোট প্রসঙ্গে তিনি বলেন, আরপিওতে না ভোট রাখা হয়েছে, যাতে কোনো ক্ষেত্রে একজন প্রার্থী থাকলে জনগণ চাইলে তার বিপরীতে না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করতে পারে। ফলে বিনা প্রতিদ্ব›িদ্বতায় আর কেউ নির্বাচিত হওয়ার সুযোগ পাবে না।

্রিন্ট

আরও সংবদ