খুলনা | শনিবার | ২৫ অক্টোবর ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২

দৌলতপুরে সুধীজনের সাথে মতবিনিময়ে বকুল

দেশে দায়বদ্ধ ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৫ এ.এম | ২৫ অক্টোবর ২০২৫


বিএনপি’র নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, যারা নির্বাচনকে ভয় পায়, তারা আসলে দেশের উন্নয়ন চায় না। যারা ভোটে আসতে ভয় পায়, তারা জানে জনগণের রায়ের মুখোমুখি হলে জবাবদিহি করতে হবে। তিনি জনগণকে আহŸান জানিয়ে বলেন, দেশে একটি দায়বদ্ধ ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি ক্ষমতায় এলে খুলনা-৩ আসনে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে-এটা আমি প্রতিশ্র“তি দিচ্ছি।
গতকাল শুক্রবার দুপুরে দৌলতপুর থানার ৬নং ওয়ার্ড বিএনপি’র বিএল কলেজ সেন্টারের সুধীজনের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কালাম খান।
বকুল বলেন, শেখ হাসিনা ভোটের রাজনীতি বিশ্বাস করতেন না, কারণ উনি জানতেন ভোটের মাধ্যমে নির্বাচিত হলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। যারা নির্বাচন পিছিয়ে দিতে বা ভন্ডুল করতে চায়, তারা জনগণের বন্ধু হতে পারে না। খুলনার স্থানীয় সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, খুলনা-৩ আসনে প্রায় ১০ লাখ মানুষ বসবাস করলেও একটি আধুনিক হাসপাতাল নেই। সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে হয়। যদি দরকার হয়, প্রয়োজনে আমরা সবাই মিলে একটি হাসপাতাল বানাবো ইনশাআল্লাহ। তরুণদের কর্মসংস্থানের প্রসঙ্গে বিএনপি’র এই নেতা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি প্রতিশ্র“তি দিচ্ছি-ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই এক কোটি যুবকের চাকুরির ব্যবস্থা করা হবে। 
মাদকমুক্ত সমাজ গঠনের আহবান জানিয়ে তিনি বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে অর্ধেক তরুণকে মাদক থেকে ফিরিয়ে আনা সম্ভব। বাকিদের বিরুদ্ধে প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বকুল বলেন, খেলাধুলা ও সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। এটি শুধু প্রশাসনের নয়, সামাজিক আন্দোলনের বিষয়। 
বক্তব্যের শেষে তিনি বলেন, বিএনপি অতীতেও জনগণের জন্য কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্ভিক্ষপীড়িত দেশকে স্বনির্ভর বাংলাদেশে পরিণত করেছিলেন। আমরা সেই ধারাবাহিকতায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের উন্নয়ন চাই।”
সভায় মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহŸায়ক এড. মোমরেজুল ইসলাম, মোঃ বারেক খান, খন্দকার কামরুল ইসলাম, মোঃ তৈয়বুর রহমান, মোবারেক হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ