খুলনা | শনিবার | ২৫ অক্টোবর ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২

দিঘলিয়া প্রেসক্লাবের নির্বাচন স্থগিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার

দিঘলিয়া প্রতিনিধি |
০১:৫৭ পি.এম | ২৫ অক্টোবর ২০২৫


খুলনার দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের নির্বাচন আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল। সে মোতাবেক আজ শনিবার (২৫ অক্টোবর) মনোনয়ন ফর্ম বিতরণের কথা থাকলেও হঠাৎ করে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মনিরুল হক বাবুল কোন আলোচনা ছাড়াই ফরম বিতরণ ও নির্বাচন অনির্দীষ্টকালের জন্য স্থগিত করেছেন বলে মৌখিক ভাবে জানিয়েছেন। তবে নির্বাচন স্থগিতের কোন কারণ তিনি ব্যাখ্যা দেয়নি।

প্রেসক্লাবের মত একটি অরাজনৈতিক প্রতিষ্ঠানের বৈধ গণতান্ত্রিক ধারাবাহিকতাকে প্রতিবন্ধকতা সৃষ্টির লক্ষ্যে পূর্ব ঘোষণা ছাড়াই নির্বাচন স্থগিত করা হয়েছে বলে মনে করছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ, উপজেলার সকল পর্যায়ের সাংবাদিক ও সুধী সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক মহল।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ মনিরুল হক বাবুল কোন আলোচনা ছাড়াই মৌখিকভাবে ঘোষণা দিয়েছেন অনিবার্য কারণবশত  ফরম বিতরণ ও নির্বাচন অনির্দীষ্টকালের জন্য স্থগিত করা হলো। তবে এ বিষয়ে তিনি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়ায় সাংবাদিক মহল হতাশ হয়েছেন।

উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা গণতন্ত্রিক ধারা অব্যাহত রাখতে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সহযোগিতার মাধ্যমে সুষ্ঠ, নিরপেক্ষ অবাধ ও গ্ৰহনযোগ্য নির্বাচন প্রত্যাশা করেছেন।

্রিন্ট

আরও সংবদ