খুলনা | শনিবার | ২৫ অক্টোবর ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২

কোনো দুর্নীতি করিনি, হাজিদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি: ধর্ম উপদেষ্টা

খবর প্রতিবেদন |
০৩:৪৫ পি.এম | ২৫ অক্টোবর ২০২৫


অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব পালনকালে কোনো ধরনের দুর্নীতিতে জড়িত না হওয়ার দাবি করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘হজ যাত্রীদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছি।’

আজ শনিবার (২৫ অক্টোবর) শিল্পকলা অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আগামীতে যে সরকারই আসুক, কেউ আমাকে সম্মান দিয়ে মন্ত্রিত্ব দিতে চাইলেও আমি নেবো না। এটিই আমার শেষ দায়িত্ব। নির্বাচন শেষ হলে উপদেষ্টারা আবার তাদের কাজে ফিরে যাবেন। তিনি সকল ধর্মের মানুষের জন্য কাজ করছেন বলে জানান।

তিনি আরও বলেন, আমি সব ধর্মাবলম্বীদেরই ধর্ম উপদেষ্টা। সরকারের সব ধর্মের জন্য বরাদ্দ দিয়ে থাকেন। বায়তুল মোকাররমে ইবাদত করতে যাই আর ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য। কারণ একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তৎপর। তারা প্রচার করতে চায় এদেশে ভিন্ন ধর্মাবলম্বীরা নিরাপদে নেই।

উল্লেখ্য, গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে খালিদ হোসেন জানিয়েছিলেন, ২০২৫ সালে সরকারি মাধ্যমে হজে যাওয়া ৪৯৭৮ জন হাজীকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

্রিন্ট

আরও সংবদ