খুলনা | রবিবার | ২৬ অক্টোবর ২০২৫ | ১০ কার্তিক ১৪৩২

দুর্নীতির প্রভাব থেকে সব গণমাধ্যম এখনো মুক্ত হতে পারেনি: গোলাম পরওয়ার

খবর প্রতিবেদন |
০৪:৫৪ পি.এম | ২৫ অক্টোবর ২০২৫


বিশ্বব্যাপী যে দুর্নীতি চলছে তার প্রভাব থেকে সব গণমাধ্যম এখনো মুক্ত হতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ শনিবার (২৫ অক্টোবর) দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি একথা বলেন।

রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে জাঁকজমকপূর্ণ এ আয়োজনে অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি থেকে শুরু করে সরকারের উপদেষ্টা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রাজনৈতিক দলগুলোর মুখপাত্রের ভূমিকা পালনসহ গণ-মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারায় দীর্ঘ সময় ধরে গণমাধ্যম নিয়ে নানামুখী অভিযোগ তোলা হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও রয়েছে আলোচনা সমালোচনা। এমন প্রেক্ষাপটে ২১তম বর্ষপূর্তি পালন করলো দৈনিক নয়া দিগন্ত।

অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা রাষ্ট্রে বিরূপ প্রভাব ফেলছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী যে দুর্নীতি, রাজনীতিতে চলছে দুর্নীতি, ডিপ্লোম্যাসিতে চলছে নীতিহীনতা— এ সবটার প্রভার পড়েছে আমাদের এ সমাজে। সব গণমাধ্যম এ প্রভাব থেকে কিন্তু মুক্ত হতে পারেনি।

অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেস সচিব ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, হাসিনার ন্যারেটিভ দেশকে খাদের তলায় নিয়েছিলো।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘গত ১৫ বছরে যে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিলো, আগের সরকার সেগুলো কিন্তু ফুটিয়ে তুলতে পারেনি ঠিকমত। কিন্তু এখনো আজকের এ মুক্ত বাংলাদেশে এ জিনিসগুলোকে তুলে আনার বিশাল দায়িত্ব রয়েছে।’

প্রেস সচিব শফিকুল আলম বলেন, অবর্ণনীয় যে অত্যাচার এগুলো আমাদের লিখে রাখা উচিত। আমরা সে কাজ এখনো করছি না। ১৫ বছরের প্রতি দিনের লিপি রাখা উচিত।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, মতাদর্শ ও আদর্শিক পার্থক্য থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের এ দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহিদের রক্তের প্রত্যাশা আমাদের পূরণ করতেই হবে। যদি আমাদের অনৈক্যের কারণে, আমাদের বিভেদের কারণে কোনো ফাঁকে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে এ জাতি আমাদের ক্ষমা করবে না।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা মনে করি সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ পাবো।’

গণমাধ্যমগুলো নিরপেক্ষ থেকে দেশের কল্যাণ ও গণতন্ত্র সমুন্নত রাখায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আগত অতিথিরা।

্রিন্ট

আরও সংবদ