খুলনা | রবিবার | ২৬ অক্টোবর ২০২৫ | ১১ কার্তিক ১৪৩২

তালায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

তালা প্রতিনিধি |
১২:১৬ এ.এম | ২৬ অক্টোবর ২০২৫


তালার তেঁতুলিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সাজ্জাদ সরদার (৪৫) নামক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া বাজারে কবি সিকন্দর আবু জাফর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি তেঁতুলিয়া ইউনিয়নের সুকদেবপুর গ্রামের মৃত নছিমউদ্দিন সরদারের পুত্র।
স্থানীয়রা জানান, সাজ্জাদ সরদার তেঁতুলিয়া বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তালা দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ওসি জানান লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

্রিন্ট

আরও সংবদ