খুলনা | রবিবার | ২৬ অক্টোবর ২০২৫ | ১১ কার্তিক ১৪৩২

ফুলতলায় বিএনপি’র নামে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেফতার

ফুলতলা প্রতিনিধি |
১২:১৮ এ.এম | ২৬ অক্টোবর ২০২৫


ফুলতলায় বানিয়াপুকুর শ্রীশ্রী শ্যামা পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদকের কাছে বিএনপি’র অফিসের আসবাবপত্র ক্রয়ের নামে চাঁদাবাজির অভিযোগে মোঃ ইয়াছিন সরদার (৪৩) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় ফুলতলার বানিয়াপুকুর স্কুল গেট সংলগ্ন মন্দির এলাকায়। তিনি ওই গ্রামের মৃত নিজাম সরদারের পুত্র। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা হয়েছে। 
উপজেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মোঃ তৈহিদুর রহমান সৈকত বাদী হয়ে থানায় দায়েরকৃত মামলায় জানা যায়, এলাকার জনৈক মোঃ ইয়াছিন সরদার বিএনপি’র নাম ভাঙিয়ে দলীয় অফিস ও আসবাবপত্র ক্রয়ের কথা বলে স্থানীয় পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক সুধাম টিকাদারের কাছে ৫ হাজার টাকা দাবি করে। সুধাম টিকাদার ২ হাজার টাকা প্রদানের পরও বুধবার বাকি ৩ হাজার টাকার জন্য গালিগালাজ ও হুমকি ধামকি দেয়। বিষয়টি চাউর হয়ে পড়লে ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজ ইয়াছিন সরদারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ শনিবার আদালতের মাধ্যমে ইয়াছিন সরদারকে জেল হাজতে প্রেরণ করে। 

্রিন্ট

আরও সংবদ