খুলনা | রবিবার | ২৬ অক্টোবর ২০২৫ | ১১ কার্তিক ১৪৩২

পানিতে ডুবে সাতক্ষীরায় কিশোর ও ফকিরহাট শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও ফকিরহাট প্রতিনিধি |
১২:১৮ এ.এম | ২৬ অক্টোবর ২০২৫


সাতক্ষীরায় ভগ্নিপতির সাথে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নয়ন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এদিকে ফকিরহাটে পানিতে ডুবে সাফায়ান নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে। উপজেলার সৈয়দ মহল­া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার দুপুরে পৃথক এ ঘটনা ঘটে।
কিশোর নয়ন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা গ্রামের রুবেল হোসেনের ছেলে। ফুফাতো ভগ্নিপতি শহিদ হোসেন জানান জলাবদ্ধ স্থানে নির্মানাধীন বাড়ির মধ্যে নয়নসহ কিছু ছেলে মিলে ডুব দিয়ে মাছ ধরছিলাম। এরই মাঝে নয়ন ডুব দিয়ে অনেক সময় অতিবাহিত হলেও সে উপরে উঠছিল না। এসময় কয়েকজন মিলে পানির নিচ থেকে ভবনের বীম আটকা পড়া অবস্থায় নয়নকে উদ্ধার করে দ্রুত তাকে  কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্মরত ডাঃ সুজন কুমার দাস বলেন স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসলাম খান জানান পানিতে ডুবে একটি ছেলের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
এদিকে ফকিরহাটে নিহত শিশু চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকার মুফতি মাসুম বিল­াহর ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান শিশুটির বাবা ফকিরহাট উপজেলার আড়ুয়াডাঙ্গা একটি মাদ্রাসার শিক্ষক। এখানে চাকুরির সুবাদে তিনি পরিবার নিয়ে সৈয়দ মহল­া এলাকায় একটি ভাড়াবাসায় বসবাস করে আসছেন। শনিবার সকালে শিশুটি খেলার সময় পরিবারের অজান্তে ওই ভাড়াবাসার পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে শিশুটিকে পানিতে ভাসতে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, দাফনের জন্য শিশুর মরদেহ পরিবারের লোকজন বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীযরা জানান। উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তারিফ হোসেন জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শিশুটি পানিতে ডুবে মারা গেছে।  ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি এখনো পর্যন্ত কেউ অবগত করেনি। 

্রিন্ট

আরও সংবদ