খুলনা | রবিবার | ২৬ অক্টোবর ২০২৫ | ১১ কার্তিক ১৪৩২

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের দেয়া সব ওয়াদা পূরণ করবে: তারেক রহমান

খবর প্রতিবেদন |
১২:৩৫ এ.এম | ২৬ অক্টোবর ২০২৫


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে বাজেটের একটি বড় অংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখা হবে। পাশাপাশি ভাষাশিক্ষা, খেলাধুলার মতো বিষয় আবশ্যিকসহ শিক্ষার্থীদের দেয়া সব ওয়াদা পূরণ করা হবে বলেও জানান তিনি।

শনিবার (২৫ অক্টোবর) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা ৩১ দফার আলোকে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

সকাল থেকেই শিক্ষার্থীরা দলে দলে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আসতে থাকে। দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল। জাতীয় ও দলীয় সংগীত আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ভালোভাবে পড়াশোনা ছাড়া আগামীর রাষ্ট্র বিনির্মাণ বা পরিবারের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ নেই।

আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, ২৫ বছর আগে তারেক রহমান বাংলাদেশে নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন। আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে তা সবার আগে বলেছে বিএনপি।

মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে শুরুতেই শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময় তিনি বলেন, ক্ষমতায় গেলে বাজেটের একটি বড় অংশ বরাদ্দ রাখা হবে শিক্ষার উন্নয়নে। শিক্ষকদের শিক্ষকতার পাশাপাশি সংসার চালাতে যেন অন্য কোনো কাজ করতে না হয়, সে ব্যাপারে উদ্যোগ নেয়া হবে।

মেধাবীরা শিক্ষকতায় আসলে শিক্ষায় শিক্ষার গুণগত পরিবর্তন আসবে বলেও জানান তিনি। এছাড়া বাংলা-ইংরেজির সঙ্গে অন্য আরও একটি-দুটি ভাষা শিক্ষার্থীদের শেখানো এবং কারিগরি শিক্ষার আওতা বাড়ানোর কথা বলেন তারেক রহমান।

মাধ্যমিকের কারিকুলামে ভাষাশিক্ষা, খেলাধুলা আবশ্যিক সাবজেক্ট করা হবে বলে জানিয়ে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির জন্য স্কুল পর্যায়ে উদ্যোগ নেয়া হবে।

তারেক রহমান বলেন, বাংলা-ইংরেজির সঙ্গে অন্য আরও একটি-দুটি ভাষা শিক্ষার্থীদের শেখানো হবে। বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জন করলে বিদেশে চাকরি বা কাজ সহজ হবে।

৭ম-৮ম শ্রেণী থেকে কারিগরি শিক্ষা চালু এবং মেধাবী শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সে লক্ষ্যে যারা যে বিষয়ে পারদর্শী তাদের সে বিষয়ে দক্ষ করে গড়ে তোলা হবে—এমন পরিকল্পনার কথাও জানান তিনি।

শিক্ষার্থীরা দুূর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়লেই দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের দেয়া সব ওয়াদা পূরণ করবে।

শিক্ষারর্থীদের উদ্দেশে তারেক রহমান আরও বলেন, জীবনে সফলতার জন্য শর্টকাট কোনো পথ নেই। মোবাইলসহ নানা গেজেটে সময় অপচয় হয়, পড়াশোনায় ব্যঘাত ঘটে। এ বিষয়ে সচেতন থাকতে হবে।

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে উদ্যোগ নেয়ার ব্যাপারেও আশ্বাস দেন তারেক রহমান। এছাড়া দেশে এসে সামনা-সামনি বসে দেশ গঠন ও শিক্ষার উন্নয়ন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানের শেষে বৃত্তি পরীক্ষায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানসহ অতিথিরা। মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিয়েছে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন।

আয়োজকরা বলছেন, এর মাধ্যমে পাকুন্দিয়ার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থী হাতে কলমে বিএনপির ৩১ দফার ধারণা পেয়েছে।

্রিন্ট

আরও সংবদ