খুলনা | রবিবার | ২৬ অক্টোবর ২০২৫ | ১১ কার্তিক ১৪৩২

প্রতিপক্ষের হামলায় খুলনায় রেলওয়ে শ্রমিকদলের সাধারণ সম্পাদক সোহেল জখম

নিজস্ব প্রতিবেদক |
০২:১৩ এ.এম | ২৬ অক্টোবর ২০২৫


তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খুলনা রেলওয়ে শ্রমিক দলের বিভাগীয় সমন্বয়ক ও সংগঠণের খুলনা সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার জখম হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর পাওয়ার হাউজ মোড়ে ঘটনাটি ঘটে। গুরুতর আহত সোহেল হাওলাদারকে প্রথমে তাকে সিটি মেডিকেল পরে খুলনা ডক্টরস পয়েন্টে এবং সবশেষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে, সেখানে চিকিৎসাধীন আছেন ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেল মন্ত্রণালয়ের সচিব ও রেলের দক্ষিণ জোনের জিএম রেলের কার্যক্রম পরিদর্শন করতে রাত সাড়ে ৮টার দিকে খুলনায় আসেন। ফুল দেওয়া এবং রেলওয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. এম আর মঞ্জুর পক্ষে সোহেল হাওলাদার স্লোগান দিচ্ছিলেন। এসময় অপর গ্র“পের শ্রমিক দলের কার্যকরী সভাপতি আল মামুন রাজার নেতৃত্বে আমিনুর আজাদ, শ্রমিক লীগের মিলনসহ বহিরাগতরা অতর্কিতভাবে সোহেলের ওপর হামলা চালায়। তিনি গুরুতর আহত হলে উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে সিটি মেডেকেল, পরেডক্টরস পয়েন্টে নিয়ে যায়। সবশেষ খুমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন আছেনছেন।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, রাত সাড়ে ৮টার পরপর এমন একটা ঘটনা ঘটেছে বলে জেনেছি। খবর জেনে সেখানে পুলিশ পাঠানো হলে কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

্রিন্ট

আরও সংবদ