খুলনা | রবিবার | ২৬ অক্টোবর ২০২৫ | ১১ কার্তিক ১৪৩২

আবারও ভারত-পাকিস্তান যুদ্ধ থামানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প

খবর প্রতিবেদন |
০২:৩৭ পি.এম | ২৬ অক্টোবর ২০২৫


ভারত-পাকিস্তান সংঘাতসহ বিশ্বজুড়ে সংঘাত মীমাংসার কৃতিত্ব আবারও নিজের নামে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এশিয়া সফরে আসার সময় বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল।

যদিও ভারত এই দাবি অস্বীকার করেছে। রোববার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চেয়ে কঠিন মনে হয়েছিল ভারত-পাকিস্তান সংঘাত থামানো, কিন্তু তিনি তা সমাধান করে ফেলেছেন।

তিনি বলেন, আমি সেটা (যুদ্ধবিরতি) করে দেখিয়েছি। আরও আছে— ভারত ও পাকিস্তানের কথাই ধরুন, আমি যেসব চুক্তি করেছি, তার সবগুলোকেই রাশিয়া-ইউক্রেনের চেয়েও কঠিন মনে হয়েছিল। কিন্তু আসলে তা নয়। রাশিয়া-ইউক্রেনই সবচেয়ে চ্যালেঞ্জিং সংঘাত।

ট্রাম্প এর আগেও বারবার দাবি করেছেন, তার মধ্যস্থতায় পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল।

এই মাসের শুরুতে তিনি বলেন, ভারতের ওপর শুল্ক আরোপের হুমকিই ছিল শান্তি প্রতিষ্ঠার আসল অস্ত্র এবং ওই কৌশল ছাড়া তিনি “বিশ্বের আটটি সংঘাত সমাধান করতে পারতেন না।

ভারতের রুশ তেলা কেনা প্রসঙ্গ ট্রাম্প বলেন, ভারত এ বছর শেষের আগেই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে এবং এ কারণেই তিনি দিল্লির ওপর বাণিজ্যিক চাপ বাড়িয়েছেন।

তার ভাষায়, ভারত (রুশ তেল কেনা) পুরোপুরি কমিয়ে আনছে। আমি হয়তো শি জিনপিংয়ের সঙ্গে চীনের রুশ তেল কেনা নিয়েও কথা বলব।

এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে ট্রাম্প মালয়েশিয়া সফর শেষে জাপান ও দক্ষিণ কোরিয়ায় যাবেন। কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের সময় তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাণিজ্যযুদ্ধ প্রশমনে আলোচনায়ও বসবেন।

্রিন্ট

আরও সংবদ