খুলনা | রবিবার | ২৬ অক্টোবর ২০২৫ | ১১ কার্তিক ১৪৩২

দেবহাটা রূপসী ম্যানগ্রোভ সড়কে কাজ পরিদর্শনে এলজিইডি’র উর্ধ্বতন কর্তৃপক্ষ

দেবহাটা প্রতিনিধি |
০৩:৩৯ পি.এম | ২৬ অক্টোবর ২০২৫


জেলার অন্যতম বিনোদন স্পট রূপসী ম্যানগ্রোভ (মিনি সুন্দরবন) যাওয়ার সড়কে অনিয়মের সংবাদ প্রকাশের পর তা জেলার উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আসে। আজ রোববার (২৬ অক্টোবর) ওই কাজ পরিদর্শন ও স্থানীয়দের অভিযোগের বিষয়ে খোঁজ খবর নিতে আসেন ২ কর্মকর্তা। ফয়সাল হোসেনের ঠিকাদারী প্রতিষ্ঠান দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রগামী রাস্তা উন্নয়নের কাজ পায়। কিন্তু এ কাজের শুরু থেকে নানা অনিয়মের অভিযোগ তুললে উপজেলা নির্বাহী অফিসারগন একাধীকবার তা বন্ধ করে দেন।

গত শনিবার পুনরায় কাজ শুরু করে অনিয়মের আশ্রয় নিতে থাকে সংশ্লিষ্ট ঠিকাদার। এতে জনসাধারণের প্রতিবাদের মুখে বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা অনিয়ম বন্ধ করে সঠিক নিয়মে কাজ সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন। এদিকে রোববার সকাল থেকে আবারও কাজ শুরু হলে সেখানে উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা সকাল থেকে তদারকি শুরু করেন। বেলা বাড়তে সেখানে হাজির হন সাতক্ষীরা জেলা সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ রাজিউল্লাহ। পরে সেখানে পরিদর্শনে আসেন জেলা নির্বাহী প্রকৌশলী এএসএম তারিকুল হাসান খান। এসময় জেলা নির্বাহী প্রকৌশলী স্থানীয়দের সাথে কথা বলেন এবং রাস্তা কাপেটিং বিষয়ে খোঁজ খবর নেন। সেই সাথে অনিয়ম ঠেকাতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন ওই কর্মকর্তা।

সেখানে উপস্থিত থাকা গ্রামবাসীরা বলেন, আমরা চাই এই রাস্তাটি ভাল ভাবে কাজ করা হোক। কারণ এই রাস্তা দিয়ে আগামী শীত মৌসুমে শত শত পরিবহন রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে যাওয়া আসা করবে। রাস্তাটি ভাল না হলে এ পথের মানুষের দূর্ভোগ বাড়বে।

সাতক্ষীরা জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এএসএম তারিকুল হাসান খান বলেন, অভিযোগের বিষয়টি আমরা জানার পর তদারকির জন্য আসছি। আমরা চাই আমাদের সীমাবদ্ধের মধ্যে জনগনের আস্থা অর্জন করে গ্রামীন উন্নয়ন কাজ বাস্তাবায়ণ করতে। সেই লক্ষে আমাদের দপ্তর কাজ করে যাচ্ছে। 

্রিন্ট

আরও সংবদ