খুলনা | সোমবার | ২৭ অক্টোবর ২০২৫ | ১২ কার্তিক ১৪৩২

নেতৃবৃন্দের শোক প্রকাশ

রামপালে বিএনপি নেতা ডক্টর ফরিদুলের মাতার ইন্তেকাল

রামপাল প্রতিনিধি |
১২:২৬ এ.এম | ২৭ অক্টোবর ২০২৫


বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের মাতা ছকিনা বেগম (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল­াহর এবং আল­াহর কাছেই ফিরে যাবো)। শনিবার রাত সাড়ে ১২টায় তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে মারা যান। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা রোববার বেলা ১১ টা উপজেলার বড়দিয়াস্থ নিজ গ্রামের মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, রামপাল উপজেলা বিএনপি’র সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, মোংলা উপজেলা বিএনপি’র সভাপতি হাওলাদার আঃ মান্নান, সাধারণ সম্পাদক আবু হোসেন পনিসহ রামপাল ও মোংলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ। বাগেরহাট বিএনপি’র নেতৃবৃন্দও জানাযায় শরিক হন। এ ছাড়াও উপজেলা জামায়াতের শেরোয়ান শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শরিক হন। নেতৃবৃন্দ মরহুমা আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

্রিন্ট

আরও সংবদ