খুলনা | সোমবার | ২৭ অক্টোবর ২০২৫ | ১১ কার্তিক ১৪৩২

নড়াইলের লোহাগড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি |
১২:২৬ এ.এম | ২৭ অক্টোবর ২০২৫


নড়াইলের লোহাগড়ায় পুকুরে ডুবে দেড়বছর বয়সী শিশু মুনতাহার মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার নলদী ইউনিয়নের বারইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মুনতাহা উক্ত গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইমরুল মোল­ার মেয়ে। 
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশু মুনতাহা। এ সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন।  সবার অগোচরে কোন এক সময় শিশুটি ঘরের পিছনে পুকুরের পানিতে পড়ে যায়। মা রান্না শেষে মুনতাহাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পিছনে পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। পরে পুকুর থেকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভাষিকা মিফতাহুল কাইফা বলেন শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে। শিশুটির এভাবে মৃত্যুতে পরিবার আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

 

্রিন্ট

আরও সংবদ